নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
কি দিয়ে শুধিব ঋন মা
এমন ঋনের দায়ে বেধেছে বিধাতা -
জমন দিয়েছে তোর কুলে--
কত ব্যথা কত জ্বালা ছিলো
সমযের ব্যথা মিশে নয়নের জলে,
তবু আমি হেসে আর খেলে-
হযে গেছি বড় কোন ফাকে।
এখন আমি সময়ের ডাকে
মাগো- হারিয়ে গিয়েছি ঐ
টাকা প্রেম রাজনীতি- বিষয়ের ফাকে।
তবু মা জেনেই রেখো গহীন হৃদয় পথে একা
দুচরন মেরে দিয়ে আমার বেলায়
তাকালে নয়ন ভরে তোমারেই যায় শুধু দেখা।
১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ---
২| ১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
প্রথম বাংলা বলেছেন: পৃথিবীটা এক খেলা ঘর
জীবন জোয়ার মঞ্চ-
খেলে যাও বন্ধু খেলে যাও
বিজয়ের সব প্রত্যয়ে
সাজাও জীবন মালঞ্চ।
তারে ভুগ করো, সংগ্রাম করো-
৩| ১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
প্রথম বাংলা বলেছেন: পৃথিবীটা এক খেলা ঘর
জীবন জোয়ার মঞ্চ-
খেলে যাও বন্ধু খেলে যাও
বিজয়ের সারা প্রত্যয়ে
সাজাও জীবন মালঞ্চ।
এ জীব বড় বিশাদের ছায়া-
প্রসাদের মতো পূর্ণ।
এ জীবন বড় ভরা সুখ ঘটি
সহসা ভাঙ্গিয়া চুর্ণ।
তারে ভুগ করো, সংগ্রাম করো-
চিৎকার করো জীবন বীর
তবু জীবন মসৃণ নয়
তবুও শূন্য হৃদয় নীর।
তবুও তুমি যা চাইবে জীবন
দেবেনা সে কভু তোমারে সেই
চাহিদা তোমার দূর বিরহের
৪| ১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
প্রথম বাংলা বলেছেন: পৃথিবীটা এক খেলা ঘর
জীবন জোয়ার মঞ্চ-
খেলে যাও বন্ধু খেলে যাও
বিজয়ের সারা প্রত্যয়ে
সাজাও জীবন মালঞ্চ।
এ জীব বড় বিশাদের ছায়া-
প্রসাদের মতো পূর্ণ।
এ জীবন বড় ভরা সুখ ঘটি
সহসা ভাঙ্গিয়া চুর্ণ।
তারে ভুগ করো, সংগ্রাম করো-
চিৎকার করো জীবন বীর
তবু জীবন মসৃণ নয়
তবুও শূন্য হৃদয় নীর।
তবুও তুমি যা চাইবে জীবন
দেবেনা সে কভু তোমারে সেই
চাহিদা তোমার দূর বিরহের
বসতী, যেথায় হৃদয় নেই।
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০১৪ বিকাল ৫:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনি
সব মায়ের জন্য মমতা ।