নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
চৈত রজনীর শেষে
আমার পদ্য পাতার গদ্য খানি
করুন হলো শেষ হাসিটি হেসে।
যে চিলো মোর পদ্য পাতার জৈব সবুজ প্রাণ
লোকায়ে হাসে দূর প্রবাসে ক্রীস্টাল অম্লান,
আমার পদ্য পাতা গানের খাাতা
যাচ্ছে ভরে হাইব্রীড নিঃশাসে।
জানীনা সে কোন কাননে কেমন রঙ্গীন ফুল
ফোটাচ্ছে আজ তার কারুকাজ, আমার মনে হুল
ফোটালো কোন বিরহ ঘুন, নিবির হুতাসে।
২| ২৫ শে মে, ২০১৪ দুপুর ২:৫২
প্রিন্স ঠাকুর বলেছেন: সুন্দরে +++
ভাল থাকবেন সব সময়...
২৫ শে মে, ২০১৪ রাত ১০:৩২
প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ প্রিন্স,
৩| ২৫ শে মে, ২০১৪ রাত ১০:৫১
প্রথম বাংলা বলেছেন: ওটি তুমি করবেনা কথা দিয়ে ছিলে
মুখে নয় মনে মনে অফ-অল শব্দে
সবুজ ধানের পাশে ১৪২০ বঙ্গাব্দে।
ধান ক্ষেত গিয়েছে ফুরিয়ে,
এক বার দুই বার, ধানের মতন
তুমিও হারিয়ে গেছো বলে কয়ে প্রিয়ে।
বাতাস কহিয়া গেলো মরমর ধ্বনে
কত প্রিয়া ভাঙ্গিয়াছে প্রেমিকের সনাতন মন।
ওটি তুমি করবেনা কথা দিয়ে ছিলে,
ওটি মানে আপাতত না হইবে দারপরিগ্রহ,
আমারে প্রেমোনি তুমি- ভালোবেসে ছিলে-
শুধু, তবুও হয়েছো দারা,কার ধর্মীনী সহ-
হয়েছো, দিয়েছো মুরে নিবির বিরহ।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০১৪ দুপুর ১:৫১
প্রথম বাংলা বলেছেন: ওটি তুমি করবেনা কথা দিয়ে ছিলে
মুখে নয় মনে মনে অপ-অল শব্দে
সবুজ ধানের পাশে ১৪২০ বঙ্গাব্দে
ধান ক্ষেত গিয়েছে ফুরিয়ে,
এক বার দুই বার, ধানের মতন
তুমিও হারিয়ে গেছো বলে কয়ে প্রিয়ে।