নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

জ্বিবেল রাজনীতিক

০১ লা জুন, ২০১৪ রাত ১১:৪৩

দেখেছি ধূতরা বৃক্ষ দুখানি

যারা- বাতাসে ছড়াতে ছিলো বিষ

ছড়াতেছে এখনো তারা বাংলার বাতাসে

ব্যাংক' থেকে ক্ষেত মাঠ মাঠিতে মানুষে

বিভাজের সেই বিষ ছড়ায়ে দিয়েছে

এ দেশের দেহের নিঃশ্বাসে।



সেই ধূতরার ঝাড়ের নিছে গড়েছে বসতী

কিছু তেলাপোকা, কিছু বিষাক্ত কিট দূর্মতী-

তারা বড়ই জিবেল।

এমন জ্বিবেল প্রাণী দেখিনি জীবনে-

নড়েনা চড়েনা জ্বিব' শেউড়া বিহনে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৪ সকাল ৯:৪৭

সময়ের ডানায় বলেছেন: সুন্দর।

২| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:৩৩

প্রথম বাংলা বলেছেন: জানো তুমি? বৃষ্টি এলেই তোমার কথা মনে পারে,
এমন নয়কো বৃষ্টি কোন দিন-
তোমার প্রেমে স্নাত হয়ে শোধ করেছে আমার প্রেমের ঋন,
তবে হয়তো মনের মাঝে স্বপ্ন কথা মালা
বুনন হয়ে ছিলো, কোন বৃষ্টি বিকেল বেলা

৩| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:৩৬

প্রথম বাংলা বলেছেন: জানো তুমি? বৃষ্টি এলেই তোমার কথা মনে পারে,
এমন নয়কো বৃষ্টি কোন দিন-
তোমার প্রেমে স্নাত হয়ে শোধ করেছে আমার প্রেমের ঋন,
তবে হয়তো মনের মাঝে স্বপ্ন কথা মালা
বুনন হয়ে ছিলো, কোন হলোদ বিকেল বেলা
বৃষ্টি এলে, সোনা তলার দূর্বা সবুজ ঘাসে-
হাটবো দুজন, তুমি আমার আমি তোমার পাশে।


৪| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:৪১

প্রথম বাংলা বলেছেন: জানো তুমি? বৃষ্টি এলেই তোমার কথা মনে পারে,
এমন নয়কো বৃষ্টি কোন দিন-
তোমার প্রেমে স্নাত হয়ে শোধ করেছে আমার প্রেমের ঋন,
তবে হয়তো মনের মাঝে স্বপ্ন কথা মালা
বুনন হয়ে ছিলো, কোন হলোদ বিকেল বেলা
বৃষ্টি এলে, সোনা তলার দূর্বা সবুজ ঘাসে-
হাটবো দুজন, তুমি আমার আমি তোমার পাশে।

হয়তো আজও বৃস্টি এলে তাই-
মন কনাতে কল্পনাতে নতুন জগত তৈরি করে নিয়ে
তোমার দুটি চোখের তারার ঝিলিক খুজতে গিয়ে
বজ্রপাতের তিব্র আলোর ঝিলিক দেখতে পাই।

৫| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:৪৮

প্রথম বাংলা বলেছেন: জানো তুমি? বৃষ্টি এলেই তোমার কথা মনে পারে,
এমন নয়কো বৃষ্টি কোন দিন-
তোমার প্রেমে স্নাত হয়ে শোধ করেছে আমার প্রেমের ঋন,
তবে হয়তো মনের মাঝে স্বপ্ন কথা মালা
বুনন হয়ে ছিলো, কোন হলোদ বিকেল বেলা
বৃষ্টি এলে, সোনা তলার দূর্বা সবুজ ঘাসে-
হাটবো দুজন, তুমি আমার আমি তোমার পাশে।

হয়তো আজও বৃস্টি এলে তাই-
মন কনাতে কল্পনাতে নতুন জগত তৈরি করে নিয়ে
তোমার দুটি চোখের তারার ঝিলিক খুজতে গিয়ে
বজ্রপাতের তিব্র আলোর ঝিলিক দেখতে পাই।

এমন করেই হঠাত মেঘর বজ্রপাতের মতো
বিদায় বেলায় ভাসলে ভালো,
ভালোবাসার তিব্র আলো হঠাত জ্বলে
হারিয়ে গেলে দূর আকাশে তুমি।
মধুর তোমার বিরহ তাপ যকৃতে মোর জাগিেয়ে দিলো ক্ষত।

৬| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:৫১

প্রথম বাংলা বলেছেন: জানো তুমি? বৃষ্টি এলেই তোমার কথা মনে পারে,
এমন নয়কো বৃষ্টি কোন দিন-
তোমার প্রেমে স্নাত হয়ে শোধ করেছে আমার প্রেমের ঋন,
তবে হয়তো মনের মাঝে স্বপ্ন কথা মালা
বুনন হয়ে ছিলো, কোন হলোদ বিকেল বেলা
বৃষ্টি এলে, সোনা তলার দূর্বা সবুজ ঘাসে-
হাটবো দুজন, তুমি আমার আমি তোমার পাশে।

হয়তো আজও বৃস্টি এলে তাই-
মন কনাতে কল্পনাতে নতুন জগত তৈরি করে নিয়ে
তোমার দুটি চোখের তারার ঝিলিক খুজতে গিয়ে
বজ্রপাতের তিব্র আলোর ঝিলিক দেখতে পাই।

এমন করেই হঠাত মেঘর বজ্রপাতের মতো
বিদায় বেলায় বাসলে ভালো,
ভালোবাসার তীব্র আলো হঠাত জ্বলে
হারিয়ে গেলে দূর আকাশে তুমি।
মধুর তোমার বিরহ তাপ যকৃতে মোর জাগিেয়ে দিলো ক্ষত।
কল্পনাতে তুমি আমার সবুজ প্রিয়লতা
বাস্তবে প্রেম আমার হলো বিরহ নীল ভূমি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.