নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

প্রীয়লতা/বৃষ্টি

০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:৫৮

জানো তুমি? বৃষ্টি এলেই তোমার কথা মনে পারে,

এমন নয়কো বৃষ্টি কোন দিন-

তোমার প্রেমে স্নাত হয়ে শোধ করেছে আমার প্রেমের ঋন,

তবে হয়তো মনের মাঝে স্বপ্ন কথা মালা

বুনন হয়ে ছিলো, কোন হলোদ বিকেল বেলা

বৃষ্টি এলে, সোনা তলার দূর্বা সবুজ ঘাসে-

হাটবো দুজন, তুমি আমার আমি তোমার পাশে।



হয়তো আজও বৃস্টি এলে তাই-

মন কনাতে কল্পনাতে নতুন জগত তৈরি করে নিয়ে

তোমার দুটি চোখের তারার ঝিলিক খুজতে গিয়ে

বজ্রপাতের তিব্র আলোর ঝিলিক দেখতে পাই।



এমন করেই হঠাত মেঘর বজ্রপাতের মতো

বিদায় বেলায় বাসলে ভালো,

ভালোবাসার তীব্র আলো হঠাত জ্বলে

হারিয়ে গেলে দূর আকাশে তুমি।

মধুর তোমার বিরহ তাপ যকৃতে মোর জাগিেয়ে দিলো ক্ষত।

কল্পনাতে তুমি আমার সবুজ প্রিয়লতা

বাস্তবে প্রেম আমার হলো বিরহ নীল ভূমি।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৫:০১

প্রথম বাংলা বলেছেন: পৃথিবীতে খাবার দাবারে ঝামেলা না থাকলে, আমি আল্লার কাছে অফুরান বৃষ্টি চাইতাম। যে বৃষ্টি তার ফাকে একটু একটু রোদ্র ধরণ করে।

ফরইভার***

২| ০৩ রা জুন, ২০১৪ সকাল ১০:৫৭

প্রথম বাংলা বলেছেন: বল্লেম আমি, চলো বন্ধু ঐ গোধূলীর পিছে-
তোমার আমার বাঁধব বাসা, মেঘ আকাশের নিচে-
বল্লে তুমি, "সোনারোদের উঠোন আমার চাই-
উষায় চলো বন্ধু, দুজন বাসা বাঁধতে যাই।"
আমি বল্লাম দখীণ হাওয়ার দুয়ার খুলে দাও
বাতাসে প্রেম গন্ধ হয়ে ছড়িয়ে যাবে দূর
যেথায় আমার প্রেম আকাশে তোমায় রঙ্গীন ভোর।
কিন্তু তোমার গলায় ছিলো উত্তরেরই সুর!!!

মিল্লনা প্রেম সমীকরণ বিকাল কিবা ভোর
আজকে তুমি মেঘের কণা, আকাশ বহু দূর-
চৈত শরতের অনেক রূপের মেঘ বলাকা তুমি
আমার কুদিন বৃষ্টি বিহীন সবুজ পুড়ে লাল

৩| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১২:০৬

প্রথম বাংলা বলেছেন: বল্লেম আমি, চলো বন্ধু ঐ গোধূলীর পিছে-
তোমার আমার বাঁধব বাসা, মেঘ আকাশের নিচে-
বল্লে তুমি, "সোনারোদের উঠোন আমার চাই-
উষায় চলো বন্ধু, দুজন বাসা বাঁধতে যাই।"
আমি বল্লাম দখীণ হাওয়ার দুয়ার খুলে দাও
বাতাসে প্রেম গন্ধ হয়ে ছড়িয়ে যাবে দূর
যেথায় আমার প্রেম আকাশে তোমায় রঙ্গীন ভোর।
কিন্তু তোমার গলায় ছিলো উত্তরেরই সুর!!!

মিল্লনা প্রেম সমীকরণ বিকাল কি'বা ভোরে
আজকে তুমি মেঘের কণা, আকাশ-বহু দূরে-
চৈত শরতের অনেক রূপের মেঘ বলাকা তুমি।
আমার কুদিন বৃষ্টি বিহীন সবুজ পোড়া ভূমি-
আমার মনে বন্ধু তুমি সুখের কাঁটা দিয়ে
ধান সবুজের মাঠের বন্ধু গিয়েছো হারিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.