নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধান মন্ত্রী, নাসীম উসমানের স্বাভাবিক মৃত্যু আপনাকে কাঁদা। অথচ মৃত্যুটি সাভাবিক। কিন্তু ত্বকির মৃত্যু আপনাকে কাঁদায়না। আমাদের কে হয়তো কাঁদাতে পাড়ে নিচের মন্তব্য গুলো। চলোন পড়ি।

০৭ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৮



কিছুদিন আগে নাসিম উসমান সাহেবের মহা প্রয়ান হয়েছে। আমাদের মাাননীয় প্রধান মন্ত্রী মহুদয়া নাসিম সাহেবের প্রয়ানে মর্মাহত। তিনি কতটুকু মর্মাহত তা প্রকাশ পেয়েছে গত মঙ্গলবার সংসদের নাসিম মৃত্যুশুকপ্রস্তাবের উপর আলোচনায় প্রধান মন্তীর বক্তব্যে।

সেখানে আবার শামিম উসমান সাহেব জাতির কাছে খমা চাইলেন। বিদ্রুপাত্তক কন্ঠস্বরে।

তিনি যা বলেছেন তা নিচে দেয়া হলো।



তিনি বলেছেণ পরিবারটি অসহায় হয়ে গেলো আর রাজনৈতিক ভাবে এই পরিবারের বিরোদ্ধে অনেক সরযন্ত্র করা হচ্ছে। আমাদের প্রয়োজনে পরিবাারটির পাশে দাঁড়াতে হবে।

তিনি আরো বলেন--

কোনো পরিবারকে রাজনৈতিকভাবে হেয় বা ধ্বংস করার জন্য যে প্রচেষ্টা, সে বিষয়ে জাতিকে সজাগ থাকতে হবে।...যাঁরা বারবার আঘাতের লক্ষ্যে পরিণত হন। ক্ষেত্রবিশেষে সামান্য কিছু হলেও বড় করে লেখা হয়। অনেকে অনেক বড় অপরাধ করে; কিন্তু তা কেউ দেখে না।

(শামিম উসমানের সকল অপরাধ মাননীয় প্রধান মন্ত্রির কাছে সামান্ন। ত্বকির বাবা মাার কাছে তার মৃত্যুটা সামান্য হচ্ছেনা কিছুতেই। সাত খুনের খুনিদের পরিবারের কাছে কাছে এখন ঘটনাটা সামান্য, কিন্তু যারা মারা গেলো তাদের পরিবারের কাছে সামান্য হচ্ছেনা। )



আজকে প্রথম আলোতে লিখা সুহরাব সাহেবের কলামের নিচের কিছু মন্তব্য প্রায় কাদিয়ে দিলো। তাই না দিয়ে পারলামনা।

(যানি অনেকে প্রথম আলো পচন্দ করেনা। কিন্তু ঘটনা আর পথম আলো এক নয়)



---------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------



Nahmed২০১৪-০৬-০৭ ০২:১৫ via computer০



অকালে হত্যায় প্রস্তান ত্বকির হত্যার সুষঠ বিচারের চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ওসমান পরিবার অনেক বড়। মেয়র আইভি আগে ত্বকী হত্যা নিয়ে প্রতিদিন সমালোচনা করলেও এখন উনি কার নির্দেশে যেন একেবারেই চুপ হয়ে গেছেন!

-------------------------------------------------------------

M MASUDUL AMIN২০১৪-০৬-০৭ ০২:০৪ via computer

শুধু শামীম ওসমান নয় প্রধানমন্ত্রী দাড়িয়েছেন আবুল, জয়নাল-নিজাম হাজারী, তাহের, বদি, মায়াসহ এইসব কীর্তিমান! নেতাদের পাশে।

-----------------------------------------------------------------

Halim Shan২০১৪-০৬-০৭ ০৮:১৪ via computer

একটা হত্যা আরেকটা হত্যা ডেকে আনে। এই সত্য শামীম ওসমান কিংবা তার মদত দাত্রী কোন ভাবেই ঠেকাতে পারবেন না।

-------------------------------------------------------------

জনগণের পাশে জনগন আছে বলেই ওসমান পরিবারের পাশে কাউকে দাড়াতে হয়।

-----------------------------------------------------------------

Sumaiya Islam২০১৪-০৬-০৭ ০০:৩৭ via computer

অবৈধ প্রধানমন্ত্রী এখন কাউকে আর মানুষ বলে চিন্তা করেন না। আল্লাহ্‌ কবে যে এদের হাত থেকে আমাদের মুক্তি দিবে?... আল্লাহ্‌ এদেরকে রহমত দাও। ক্ষমতার লোভে তারা অন্ধ। নাসিম ওসমান কি এখন সব ক্ষমতা নিয়ে মাটির নিচে শুয়ে আছে?

---------------------------------------------------------

সব মিলিয়ে এই খুন যজ্ঞে রাঘব বোয়ালদের শাস্তির সম্ভাবনা কম! কারন সংসদের বক্তৃতায় প্রধানমন্ত্রী এই তদন্তের সীমা ঠিক করে দিয়েছেন! সম্ভাবনা যেটি উজ্জ্বল তা হলো সরকার বদলের আলামত টের পেলে অলিম্পিক দৌড় স্টাইলে শামীম ওসমানের আবার হিজরত কেউ ঠেকাতে পারবেনা .

----------------------------------------------------------------

waliullah২০১৪-০৬-০৭ ০০:৫০ via computer

আওয়ামিলীগের সরকারে যেতে জনগনের দরকার পরে না ।শামীম উসমানরাই একাই একশো ।

----------------------------------------------------------------

MD Mamun Alam২০১৪-০৬-০৭ ০১:১৪ via computer

----------------------------------------------------------------

চিন্তার কি আছে আমাদের প্রধানমন্ত্রী তো এখন পীর- আউলিয়ার সম পর্যায়ে চলে গেছেন, আশা করি কিছুদিনের মধ্যেই একটা দরবার শরীফ খোলা হবে আমাদের সাধারণ জনগণের জন্য, যে কেউ কোন খারাপ কাজ করলে দরবার শরীফে গিয়ে আতর ছিটিয়ে আর সিন্নি বিলিয়ে দিলেই সাত খুন মাফের মত অপরাধও ক্ষমা পেয়ে যাবে।

-------------------------------------------------------------------

Shahidul Islam২০১৪-০৬-০৭ ০১:২১ via computer

সরকার আরও আরও ত্বকীদের খুন হয়ে যাওয়ার রাস্তা করে দিলো ।

-----------------------------------------------------------------

Himalay Alam২০১৪-০৬-০৭ ০১:২৩ via computer



আজকের প্রথম আলো তো নারায়নগঞ্জে পাওয়া যাবে বলে মনে হয় না! শ্রদ্ধেয় সোহরাব হোসেন স্যার, ধন্যবাদ আমাদের স্মৃতিটুকু জাগ্রত করার জন্য। তবে স্যার আপনাদের কাছে আমাদের নতুন প্রজন্মের পক্ষে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। স্বাধীন দেশে আমরা মার খেতেই শিখেছি, দিতে মনে হয় শিখিনি। তাই মেধাবী ভাই ত্বকির মৃত্যু নিয়ে ক'দিন আহাজারি করবো, ব্লগে/পত্রিকায় দু'একটি কমেন্ট দেবো, তারপরে সব হারিয়ে যাবে। ত্বকী থাকবে শুধু তার বাবা-মার নিঃশব্দ কান্নায়, আর হয়তবা কবরের একটি ছোট্ট ফলকে। আমরা নতুন শপিং কমপ্লেক্সে দেশী চটপটির বদলে বিজাতীয় "গোলগাপ্পা" খাব, গরমের দেশে বসে সাত শ টাকা দামের বরফ-কফি পান করব। পাশ দিয়ে আজমেরী ভাই হেটে যাবেন (ততদিনে তিনি হয়ত সাংসদ হয়ে, টক-শো ইত্যাদি করে বেশ পরিচিতমুখ) আর আমরা, স্মিতহেসে বলব, "ভাইয়া, ভালো আছেন?"

--------------------------------------------------------------

M.A SATTAR২০১৪-০৬-০৭ ০২:১৫ via computer

আমরা দেশবাসী বার বার ভুল(!) করতেছি আর প্রধানমন্ত্রী আমাদের ভুল ধরিয়ে দিচ্ছেন। ১। ২০০১ সালেও দেশবাসী ভুল(!) করেছিল, সত্যিকারের রাজনীতিবিদ জয়নাল হাজারীকে দেশবাসী চিনতে পারে নাই। সমস্ত মিডিয়া যখন জয়নাল হাজারীর সন্ত্রাসী কর্মকান্ড প্রকাশ করতেছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে " একজন সাহসী আওয়ামীলীগার" এর বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে অভিহিত করলেন। ২। প্রায় এক দশক পর মিডিয়া আরেকটা মস্ত ভুল(!) করে বসল। দেশের বিবেক খ্যাত মিডিয়া সত্যিকারের দেশপ্রেমিক আবুল হোসেনকে চিনতে ব্যর্থ হয়, যাকে বিশ্ব ব্যাঙ্ক পদ্মা সেতু দূর্ণীতির প্রধান হোতা হিসেবে অভিহিত করে। "দেশপ্রেমিক" আবুল হোসেনের মান রক্ষায় বাংলাদেশ ২.৩৫ বিলিয়ন মার্কিন ডলার সহজ শর্তের ঋণ থেকে বঞ্চিত হয়। ৩। এবার দেশবাসী এবং মিডিয়া আরেক সাহসী আওয়ামীলীগার, সত্যিকারের রাজনীতিবিদ শামীম ওসমানকে চিনতে ভুল করে বসে! যদিও সবাই তাকে নারায়ণগঞ্জের গডফাদার হিসেবে চিনে, যদিও নারায়ণগঞ্জবাসী ওসমান পরিবার থেকে মুক্তি চায়, যদিও ত্বকী হত্যা, ৭ খুন সহ বহু সন্ত্রাসী কর্মকান্ডে তিনি জড়িত- কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর দৃষ্টিতে এসবই তাকে হেয় করার জন্য মিডিয়ার ষড়যন্ত্র! শামীম ওসমান, আপনি আমাদের ক্ষমা করে ধন্য করুন!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৩

নীল আকাশ ২০১৩ বলেছেন: ত্বকীর মৃত্যুর পরে প্রথমে সন্দেহ করা হয়েছিল জামাত-শিবিরকে। পরে ত্বকীর বাবা যখন স্বীকার করল যে, এর সাথে অসম্মান পরিবার জড়িত, তখন এ কে এম ওয়াহিদুজ্জামান ফেসবুকে লিখেছিলেন,

"এতদ্বারা গণজাগরণ মঞ্চের আন্দোলনরত সকলকে জানান যাচ্ছে যে, ত্বকী হত্যকান্ড এবং এতদ সম্পর্কিত কেঁচো খোঁড়া জাতীয় সব কর্মকাণ্ড আসন্ন বাংলা সিলেবাসের পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে। তাই এই বিষয় নিয়ে কাঊকে আর আগে না বাড়তে বিশেষভাবে নির্দেশ দেওয়া হচ্ছে"

বুঝাই যাচ্ছে, ত্বকী হত্যাকান্ডে যদি জামাত-শিবিরের সংশ্লিষ্টতা পাওয়া যেত, তবে শেখ হাসিনা বিবির কান্নার অশ্রুতে আরেকটা শীতলক্ষা নদীর সৃষ্টি হত - এতে কোন সন্দেহ নেই। :(( :(( :((

২| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৫

বন্ধুহারা০০ বলেছেন: কোথায় আগরতলা আর কোথায় চকিরতলা ??

৩| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: Sumaiya Islam২০১৪-০৬-০৭ ০০:৩৭ via computer
অবৈধ প্রধানমন্ত্রী এখন কাউকে আর মানুষ বলে চিন্তা করেন না। আল্লাহ্‌ কবে যে এদের হাত থেকে আমাদের মুক্তি দিবে?... আল্লাহ্‌ এদেরকে রহমত দাও। ক্ষমতার লোভে তারা অন্ধ।

++++

৪| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৫

প্রথম বাংলা বলেছেন: আবার আমি স্বাধীন হবো বাংলাদেশ
====================
আবার আমার স্বাধীন হতে ইচ্ছ হয়,
চাইছি মনে- দাতা- ভোখা-জিবেল-লেলোপ
ফ্যামিক্রেসির হোক বিলয়।
খুজতে আমার ইচ্ছে করে হারিয়ে যাওয়া একুশ কই!!
আবার আমার স্বাধীন হতে ইচ্ছে হয়।

একাত্তরে লাল হয়েছি, মাল পেয়েছে অন্য কেউ
জীবেল প্রাণী, দখল দাতাল, মাল ধরেছে দেশটাকেও।

একাত্তুরের মালখানাসেই পতিত সোনার বাংলাদেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.