নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
আবারো পরিছে মনে সেই রাত, আহা সেই রাতে!----
সে রাত গিয়েছে কবে, সেই চাঁদ তারাদের সাথে,
সে রাত গিয়েছে কবে এখেনো দিতেছে মনে আলোড়ন-
সে রাতের সমীরণ তারাদের নীল আলো
তোমার আমার কথা' কথোপকথন।
যদি সে তারার বেলা হয়ে যেত চিরায়ীত রাত!!
সংখ্যাতীত ভাবে তোমাতে আমাতে যদি ঘটিতো আলোড় (আলোড়িত হয় যা)
ঝরিতো! ঝরিতো যদি! নিবিড় তারার নীল আলোর প্রপাত।
শিশিরের মতো আমিও নাচাইতাম বিরহের ভোর।
©somewhere in net ltd.