নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

তোমার শাদা দুটি....

২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৯

বৃষ্টি এলেই মনে পড়ে ঝিনুক নদীর জল

সে জল মানেই তরঙ্গিত তোমার সন্তরণ,

যদিও দিন বৃষ্টি বিহীন ছিলো সে দিন, তবু-

বৃষ্টি মানেই মেঘ আকাশে তোমায় খুঁজে মন।



আজকে দুপুর আকাশ উপুড় মেঘের তলে নদী

ছাপিয়ে দুকূল বৃষ্টির ফুল ঝরছে নীরবধি-

শিশির বেলা ধান সবুজে তোমায় হেঁটে ছিলেম-

ভাবছি, ’তুমি বৃষ্টি আমি ‘ আর যদি এ নদী-

আর নদীর জলে কেউ র’বেনা, একটা ডিঙ্গি নাউ-

থাকবে কেবল, নদীর জলে ঝুলবে তোমার শাদা দুটি পাউ।



আহা সুহাসিনী, রিনিক ঝিনি বৃষ্টি ঝরার সুরে

একটি এমন কল্পনাদিন ভাসছে নয়ন জোড়ে।



সুদূর সে দিন তুমিও নবীন সুখের সাগর পারে

ডুব দিয়েছো বীরহ নির সুনীল শরোবরে।



জনি আমি ডুব দিয়েছ ইচ্ছে নদীর জলে,

ইচ্ছে করি, আমার কভু ইচেছ পুরণ হলে-

কল্পনাতে নাউ ভাসাতে খুজবো হারা দিন

সেদিন সময় আবার হবে কল্পনারঙ্গীণ।



কল্প করি একদিন ঠিক গল্প দুপুর বেলা

নেই কিছু আর আমরা দুজন ছাড়া-

সঙ্গে নিবিড় মেঘের শিশির, ঝিনুক নদীর নাউ-

আর বৃষ্টি ঝরার ছন্দে হবো আমরা বাঁধন হারা

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.