| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম বাংলা
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
নীল ডানা
==============
হাজার বছর জমে ব্যথা হয়ে কেবল
একবার জনম আর মরনের মাঝে
ভাবনার মতো কিছু ধূসর অনুভব
নীল ডানা মেলে দিয়ে উড়ে চলে জীবনের সাঁঝে।
হয়তো খড়ার মাঠ পাড় হলে মিলবে সবুজ
নিশ্চয় নিশ্চয় পাওয়া যাবে জীবনের খুজ।
আমারো বুকের মাঝে খড়া হয়ে বসে আছো নারী
অথছ হবার কথা মেঘ বালীকা
এখন প্রনয় মোর খরজোর গাছেদের সারি,
মিছে তোমারে বাদিঁয়া লিখি নেটে দেয়ালিকা।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৭
বাংলার জমিদার রিফাত বলেছেন: দারুন হইছে ভাই