![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
বিশ নম্বার লাইনটা কি হবে বলতে পারবেন কি?
===============================
সুখি হবা? সবার আগে দু:খ চিনে আসো
না হলে সুখ বুঝতে পাবানা।
অনেক গুলো হতাশ্বাসের মাঝখানেতেই সুখ
অন্য কোথাও খুজতে যাবানা।
তোমার যত স্বপ্ন ছিলো ‘হতাস হলো’ ভাবো?
এসব কিছুই তোমার নয়কো, অন্য কারো বুনা
'হতাস' তুমি নিজেই এবার স্বপ্ন পবে খুঁজে,
হতাশ্বাসের গভির থেকে জাগবে নতুন সোনা।
বিষন্নতায় মুশরে পড়ো নাকো,
এখন তোমার জ্ঞান জাগাবার সময় হলো বলে
অনেক গুলো ধর্য্য ধরে রাখোে
আপনা থেকেই এবার যাবে জ্ঞান দরজা খুলে।
চুখের জলের অনেক ক্ষমতা
সময় করে একটু যদি কাদতে তুমি পারো
অগুন্তি দুখ জলের মতো ধুয়ে
কমেই যাবে। বুকের পাজ বইয়ে তুমি ছাড়ো।
দু:খ ঘৃণা লজ্জা হিংসা ভয়
এসব কিছু ভুলতে যদি পারো
হুতাস গুলো এমনি কেটে যাবে---
------------------------- এই বিশনাম্বার লাইনটা কী দেয়া যায় বলেনতো।
====== অসমাপ্ত
২| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৩
একনীল বনসাই বলেছেন: শুধু ভালোবাসায় ভিজলে এসো
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুখ এমনিতেই পাবে