নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

একটা লাইন ধার চাইছি, সহকবিরা কুড়ি নম্বর লাইনটা বনিতেছে না।

৩০ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫৭

বিশ নম্বার লাইনটা কি হবে বলতে পারবেন কি?
===============================

সুখি হবা? সবার আগে দু:খ চিনে আসো
না হলে সুখ বুঝতে পাবানা।
অনেক গুলো হতাশ্বাসের মাঝখানেতেই সুখ
অন্য কোথাও খুজতে যাবানা।

তোমার যত স্বপ্ন ছিলো ‘হতাস হলো’ ভাবো?
এসব কিছুই তোমার নয়কো, অন্য কারো বুনা
'হতাস' তুমি নিজেই এবার স্বপ্ন পবে খুঁজে,
হতাশ্বাসের গভির থেকে জাগবে নতুন সোনা।

বিষন্নতায় মুশরে পড়ো নাকো,
এখন তোমার জ্ঞান জাগাবার সময় হলো বলে
অনেক গুলো ধর্য্য ধরে রাখোে
আপনা থেকেই এবার যাবে জ্ঞান দরজা খুলে।

চুখের জলের অনেক ক্ষমতা
সময় করে একটু যদি কাদতে তুমি পারো
অগুন্তি দুখ জলের মতো ধুয়ে
কমেই যাবে। বুকের পাজ বইয়ে তুমি ছাড়ো।

দু:খ ঘৃণা লজ্জা হিংসা ভয়
এসব কিছু ভুলতে যদি পারো
হুতাস গুলো এমনি কেটে যাবে---

------------------------- এই বিশনাম্বার লাইনটা কী দেয়া যায় বলেনতো।

====== অসমাপ্ত


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুখ এমনিতেই পাবে

২| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৩

একনীল বনসাই বলেছেন: শুধু ভালোবাসায় ভিজলে এসো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.