![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
জবিন এক বোঝা, এত বড়ো না হলেই ভালো
===========
কেউ বুঝে “একথালা ভাত মানে আমার জীবন”
কেউ বুঝে ” ঐ খানে একটি চেয়ার হবে মঞ্চে আমার।
কারো মনে “ জীবন এক বোঝা, এত বড় না হলেই ভালো,
কারো মনে বড় ব্যথা, মনে বড় সাধ তার, অমর হবার ।
এই তো জীবন, মহাকালে এটি এক ব্যথার সাগর,
তবুও মানুষ বাঁচে ছোট ছোট স্বপ্নের আাঁকাবাঁকা পথে,
বহু যুগ পাড়ি দিয়ে এসে দেখি আজকের আমাদের ঘর
জ্ঞানের পরশ পেয়ে আধুনিক খুটির পরতে-
দাঁড়ায়েছে আধুনিক ব্যথার দেয়াল ঘেরা হয়ে,
মহাকাল চেয়ে আছে নির্লিপ মহাকাশ লয়ে ।
কয়েক লক্ষকোটি ডলারের নিচে পেতে থালা
ঝনাত করিয়া কভূ একখানা সিকে পায় কেউ,
হাজার ডলারে হয় কারো কারো মদিরা বিলাশ
কলাপাতা হয় যার ভাতের থালা, জীবন চিনেছে বুঝি সেও।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১:২৩
প্রথম বাংলা বলেছেন: এক বনে এক বিশাল গাছ ছিলো। সে গাছে কোন সাধারণ পাখি বাস করতোনা, বাস করতো একদল ভোটার ভোটার পাখি। তাদের কোন রাজা পাখি ছিলোনা, ছিলোনা কোন রানীমাও। তবে তাদের ছিলো কয়জন সম্ভাব্য গাছম্যান, একটু বড় পাখি আরকি। এরা সবাই গাছ বড় ডালটায় বসতে চায়।
কিন্তু সে গাছে যে সহযে উঠা যায়ন!! সেখানে উঠতে হলে সব ভোটার পাখিদের একটি করে পালক লাগে। তা নাহলে সেখানে উঠাযায়না। পাশের একটা তুলনামূলক ছোট গাছে বাস করতো গন্ডাকতক ভিন্ন জাতের পাখি ভোটার।
তাহারা মিলিয়া মিশিয়া বসবাস করতে থাকলো।