নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

মিথ্যের শব

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৯

অনেক কাল থেকে পৃথিবীতে মানুষের রূপ
অনেক লক্ষ কোটি এটমিক পার্টিকাল,
জমে কিছু প্রাণ পায়, কিছু নিশ্চুপ
বানাযে এসব কিছু আপনে খলিছে মহাকাল।

পৃথিবীর যৌবন চেটেপুটে খেয়ে নিয়ে সব,
আমরা দিয়েছি নাম নিজেরে মানব।
তবুও এখানে হায় মানবতা বড়ই বিরল
রক্তের খেলাঘরে আমরা সাজাই উৎসব।

ভিক্ষার ভাঙ্গা থাল, কাঁচ ঘেরা পাঁকাবাড়ি
মঙ্গল রকেট আর প্রাইবেট প্লেন নিয়ে যুগ,
সুখের হাওয়ায় ভেসে চলেছে মিছেই
সকলে মরিয়া আছে প্রাণে, কিছুলোক করিতেছে ভোগ।

মহাকালে ঘটনার একরাশ সমাবেশ মোরা
নিজেরে দিয়েছি নাম নিজেই মানব।
সত্য বর্তমান জীবনের গতিগুলো হায়
অতীত হলেই বুঝি, ছিল সব মিথ্যের শব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.