![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
লালন এবং জীবনানন্দ দাশ সময়ের অনেক আগেই পৃথিবীতে এসেছিলেন। এদের বোঝার জ্ঞান আমাদের এখনো হয়নি।
জীবনানন্দ দাশ
====================
সোয়াশ বছর আগে পৃথিবীতে নিয়েছো জনম
তুমি আজ মহান কবি, কেটেগেছে সোয়াশ বছর
তোমাকে চিনেছি মোরা একশ বছর পড়ে লিখে
বুঝিনি তোমাকে আজো। হয়তো আসবে যারা আমাদের পর-
একশ বছর আরো কেটে গেলে হয়তো এ পৃথিবীর জ্ঞান,
পরিনত হবে কিছু, তোমার বোঝার পরিমান।
©somewhere in net ltd.