![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
তিন কোটি সের রক্তের বিনিময়ে
হায়েনার থেকে চুরের দখলী স্বত্বে
এসেছিনো মোরা আপন ইচ্ছাধীনে
অর্ধ শতক বেদনার ঘুরাবর্তে-
আটকে রেখেছে চোরা সেবালির মতো
কাটেনি এখোনো অন্ধকারের ঘোর
কেনো যে মানুষ পারোনি হইতে তুমি
আমার ছিড়েনি পরাধীনতার ডুর।
তবুও তোমায় শুধুইযে ভালোবাসি
তবুও তোমায় মাতৃভূমিই বলি।
তোমার দেহের টিউমার রাজনীতি
বুকে ব্যথা নিয়ে দুপায়ে মাড়িয়ে চলি।
তিরিশ লক্ষ শহীদের ভিটে মাটি
লুটে কিছু লোক স্বাধীনতা নাম দিয়েে
ইজ্জত হারা দুইশ হাজার নারী
ভেলটের কালে কেবল কিছুটা জিয়ে।
২| ২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৬
চলন বিল বলেছেন: বানানের এই হাল কেন?
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:২৯
এম. আরাফাত মাহমুদ বলেছেন: ভালো একটি লেখা পড়লাম