![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
হুমায়ূন স্যার একবার এক ছাত্রলীগ কর্মীকে বলেছিলো, এই তোমরাতো আওয়ামিলীগের লেজ। তখন নাকি সেই কর্মী অত্যন্ত উপহাসের স্বরে বলেছিলো স্যার, কী বলেন স্যার, আওয়ামিলীগ আমাদের লেজ। জাফর ইকবার অদ্বিনে চিনসে।
লেজরে সব প্রাণীই সহজে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু লেজ কোন প্রাণীরে নিয়ন্ত্রণ কতে পারেনা। ছাত্রলীগ আবার প্রমাণ করলো তারা এখন বডি, আর হাসিনা লেজ। শিক্ষক পিডা নতুন নয় আমাদের দেশে। কিন্তু আমরা এই প্রবনতা বন্ধকরতে পারলাম না, এতে প্রমাণ হয় যে আমরা এদের কাছে জিম্মি।
জাফর ইকবাল স্যার হয়তো আর একটা কথা ভুলে গেছে, সেটি হলো রক্ষীবাহিনি কতৃক তার মা সহ বাসা থেকে বেড় করে দেয়া। কবি আহমদ সফা আত্ন হননে হুমকি দিয়ে মুজিব সরকার কে বাধ্য করেছিলো আবার হুমায়ূন সারে পরিবারকে সেই একি বাসার ভাংগা দুতলায় পুণর্বাসন করতে।
তবে আমার সর্বশেষ শান্তনা এই যে, ভয়ঙ্কর পুলাপান লীগ অন্তত উনাকে ছাড় দিয়েছে। আল্লা বাছানের মালিক। আল্লাহ তুমি সব ধরনের লীগ এবং দল থেকে আমরদের রক্ষা করো।
নিদেন পক্ষে ছাত্রলীগ থেকে তো রক্ষা করতেই হবে, তা না হলে যে আর বাঁচিনা।
২| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫০
জুনজুন বলেছেন: তাই নাকি??
৩| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪২
আমি আবুলের বাপ বলেছেন: বলেছেন: ছাত্রলীগের হাতে পাঁচ বছরে ৬৫ শিক্ষক লাঞ্ছি ত। Click This Link
৪| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৪
আমি আবুলের বাপ বলেছেন: Click This Link
৫| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০০
ব্লগার রাজনুর বলেছেন: ছাত্রলীগ বলে কথা,ছাত্রলীগ শিক্ষক না পিটাইলে এরা ছাত্রলীগ হবে কি করে?
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৫
প্রথম বাংলা বলেছেন: ডোন্ট মাইন্ড এভরি বডি..