![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
শোন বেয়াদব জাতের কসম,
মোরা মরলেও কই হক কথা।
কয়টা করবি? ষোল কোটি?
কর গুলি কর, বুক পাতা!!
মরবো তবুও মায়ের মান
চাইবোেই ফিরে অসীমবার,
দাম যদি হয় ’রক্ত’ তবেরে
মরবো গুনে শ’য়, হাজার।
তুরা রক্ত চাস তো সুজাই বলনা
কোপাতি চাপাতি গুল্লিকেন?
ফের দিয়ে দেবো লোহিত বন্যা
করবো ময়ের মান স্বাধীন
স্বাধীনতা আর স্বাধীনতা
এই ধোকাতে কাটালি কাল!!
হইলো কেবল অধীন বদল
আজো আমাদের পোড়া কপাল।
হায়েনার মতো পরিবার তোরা
সরিবার মতো স্বলাজ নয়
গণতন্ত্রের ভিলকি দেখায়ে
করেছো নতুন তন্ত্রময়।
পাঁচটি বছর বসন্ত পোড়ে
করেছিস তোরা চৈতখরা
পাচটি বছর আসে ফের ঘুরে
বেদনার ডাকহরকরা।
আবার কোন নজরুল চাই
নতুন সুরের বিপ্লবী।
অত্যাচারির শিংহ আসন
ভেঙ্গে দিতে পারে যেই কবি।
ভেঙ্গেচূড়ে সব লোপাট করিতে
“ আগুনের খেলাগান’’ কবি
রচনা করিবে প্রেরনার মতো;
বিপ্লব হবে “ মন ছবি”।
এবার আগুন রাজ পথে হবে
তেলের বদলে রক্তেতে,
চালা গুলি চালা বুকের পাজরে
খারায়েছি স্বধীন ওক্তে’তে।
©somewhere in net ltd.