![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
প্রথম পাতার যতটুকু যায়গা দৃষ্টির সীমায় আছে সেখানে তার সবটাই ভরা দৃষ্টি আকর্ষণ নামের পোষ্ট দিয়ে। তার পর যেটা দৃষ্টির বাইরে আছে সেখানেও লেখা দৃষ্টি আকর্ষণ।
মনে হচ্ছে আস্তে আস্তে বংলাদেশের টিভি চেনেলের মত হয়ে যাচ্ছে। বিজ্ঞাপনের ফাকে ফাকে নাটকের মত। ঘটনাটা ঠিক বুঝতেছিনা। উপরে যেকোন একটা পোষ্টে সকল দৃষ্টি আকর্ষণ একবারে করা যায়না? মনে হচ্ছে ব্লগ কতৃপক্ষ প্রথম পাতা বিষয়টা উঠিয়ে দিতে চাচ্ছে। তার বদলে এর নাম হওয়া উচিত দৃষ্টি আকর্ষণ পাতা।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২২
আরণ্যক রাখাল বলেছেন: অনেক অসাধারণ লেখাও হারিয়ে যায়, আবার কিছু ফালতু লেখা কমেন্টে ভরে যায়, এই যেমন এই ফালতু পোস্টে আমি কমেন্ট করছি।
ওটার দরকার আছে।
আপনি দৃষ্টি আকর্ষণে পাতা ভরে যাচ্ছে বলে পেরেশান না আপনার লেখা কোনোদিন ওভাবে টাঙ্গানো হয়নি বলে দুঃখিত?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৩
প্রথম বাংলা বলেছেন: আমার লেখা টানানো হয়নি ঠিক, টানিয়ে রাখার মতন কোন গুরুত্ব পূর্ণ বিষয় নিয়ে এখানে লিখিওনা। আমি বিশিষ্ট কোন লেখকওনা। কিন্তু আপনি রাগলেন কেনো বুঝলামনা। আপনি কি দৃষ্টি আকর্ষণ পোষ্ট পরিষদের অংশ। বা কোন দিক দিয়ে লাভবান।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৩
গেম চেঞ্জার বলেছেন: ভাই রে, আমি দিয়েছিলাম একটা পোস্ট। সেটা ছিল দৃষ্টি আকর্ষণ শব্দ দিয়া। ঐখানে শখানেক মন্তব্য হয়েছে। আমি এজন্য দুঃখিত আপনার কাছে।
তবে আরও ২টা পোস্ট দেখেছিলাম। আর কি কি পোস্ট দেখে আপনার এই দৃষ্টি আকর্ষনী পোস্ট দিলেন?
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৫
প্রথম বাংলা বলেছেন: প্রথম পাতায় প্রতিদিন একটা দৃষ্টি আকর্ষণী পোষ্ট থাকলেইতো চলে। আপনাদের মতোন মহান চার পাচ জনে যদি আমাদের দৃষ্টি আকর্ষণ করেন তাহলে দৃষ্টি দেবো কাকে বলেনতো।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৭
নাজমুস সাকিব রহমান বলেছেন: দৃষ্টি আকর্ষণ পাতা!