| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম বাংলা
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
জীবনের পথ গুলা বাদুরের আঁকাবাঁকা আকাশের মতো
ছুটে চলি দিকহীন সীমানার পানে ,
একদিন হয়তো শান্তী আসবে সে আশায়
নিযুত অশান্ত প্রাণ, ছুটে চলে অজানার আহ্বানে।
আবার সে আঁকাবাঁকা পথ
পথম পদক্ষেপে টেনে টেনে আনে।
তার পরও পথ হাটি, মনে মনে ভাবি
এই বুঝি জীবনের মানে!
২|
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:০৯
ধ্রুবক আলো বলেছেন: স্ক্রিনশটের মানে বুঝলাম না
৩|
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:২৪
অতঃপর হৃদয় বলেছেন: যে কোন একটা দিলেই পারতেন।
৪|
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৫০
সুমন কর বলেছেন: এটা কি ধরনের পোস্ট !!
৫|
০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৩
আহা রুবন বলেছেন: কবিতার পাতায় ঝালমুড়ি
যে তোমার পছন্দ ![]()
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: স্ক্রিনশট দেওয়া কিছু বুঝলাম না ভাই।
স্ক্রিনশটের কবিতাটা সেদিন ব্লগে পড়েছিলাম মনে হচ্ছে।