![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
আধা জীবন চলেই গেলো জীবন চেনার মাঝে
চিনে নিলাম আকাশে তার কালো দুখের সাঁজে
বাসর পাতে। কষ্ট তাতে নিত্ব আসে নব বধুর মত।
ভাবছি বসে জীবনটাকি অচেনাতেই রবে?
আর কতটুক দুঃখ চিনে জীবন চেনা হবে?
ক্রমান্বয়ে দুঃখে কেনো জীবন নির্গত?
এখন রাতে স্বপ্ন আসে দুঃ” লাগিয়ে আগে
শুণ্য অনুভবের আধার ঘিরে দুচোখ জাগে।
স্বপ্ন যদি সামনে পথের বাচাঁর প্রেড়না
স্বপ্নহীনের দুচোখ তখন নিত্য মরণ মাগে।
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৫
প্রথম বাংলা বলেছেন:
ভালোইতো, প্রতিদিন জীবনের মানে পাল্টে যাচ্ছে, ভালোনা?
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১১
ওমেরা বলেছেন: ভাল !