![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
হায়রে বাঙ্গালি, ফেইসবুক করবি কর, ব্লু-হোয়েল তরে কী করছে? এর পাছে লাগলি কেনো? আরে বাবা আমি চাইনা শতর্কতা । আমি মরে গেলে তোমাদের কি?
আরে বাবা তোমার আশপাশের কাউরে খেলতে দেখেছ, তুমি খেলছ এই গেইম, এর লিংক দেখছো, কোথায় গিয়ে খেলতে হয় তুমি জান, কাউরে মরতে দেখেছ? কিছুই জানোনা কিন্তু তার পরও তুমি জেনেগেলে যে এটি খেললেই বাংগালী সব মরে যাবে। আর নাম নিশানা থাকবেনা।
আমার মনে হয় বাংলাদেশে একমাত্র যুগান্তরই ব্লু-হোয়েলে আক্রান্ত। এটি এখন মরবে। অচল পত্রিকা।
দেশে প্রতিদিন গড়ে ১২জন মানুষ খুন হচেছ এর দ্বিগুণ পরিমান ধর্ষণ ও হচ্ছে। ইভটিজিং হচ্ছে অসংখ্য। এই সব কারণে অনেকে আবার আত্মহত্যাও করছে। তা নিয়ে বাংগালির কোন মাথাব্যথা নাই্। মরছে ব্লু হোয়েল নিয়ে।
আরে বাবা এই ব্লু হোয়েইলে কার কী হইছে বাংলাদেশে? কিছুই হয়নি। খামাখা একটি বেড সাইটের বিজ্ঞাপণ ।
আরে বাবা এই বুলু হোয়াইলে কার কি হইছে বাংলাদেশে? কিছুই হয়নি। খামাখা একটি বেড সাইটের বিজ্ঞাপন ।
২| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫০
অনিক_আহমেদ বলেছেন: ভাল বলেছেন। একটা টপিক পেলেই হল...কান পুরো ঝালাপালা করেই ছাড়বে।
কিছু মনে করবেন না, তবে আপনার বানানের দিকে খেয়াল রাখা উচিত। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৯
সচেতনহ্যাপী বলেছেন: প্রচারটাই বড়।।