![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
আত্মা গুলো অনাদিকাল থেকে
দেহ নামের ভেলায় চেপে
এই পৃথিবীর মানব সাগর দিচ্ছে পাড়ি,
সুখ ও দুখের বাটখারাতে মেপে।
সুখ ও দুখের হিসাব নিকাশ
অসীম হতে পারে ,
মানুষ তবু অনন্ত নয়,জেনে-
লক্ষকোটি নিচ্ছে জনম
এই পৃথিবীর বেথার দুয়ারে।
মানুষ কভু এই পৃথিবীর মালিক ছিলোনাকো
একদিন সব ফুরিয়ে যাবে, অপেক্ষাতে থাকো।
সে দিন হবে নতুন, তবে
অশুভাগমন্র বার্তা নিয়ে কার
এই ধরাতে জন্ম হলো রোবট সুফিয়ার।
এখন আর সে রোবট নয়কা সভ্য জনগণ
মন না থাকোক তবুও সে মানব অংশিদার।
©somewhere in net ltd.