![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
কবিতা মানেই প্রথম প্রেমের মন্ত্র
তোমার কাছেই প্রথম জেনেছিলাম,
বিকেল বেলার একটি চুমুর দামে
কত দুপুর পদ্য লিখে দিলাম।
চুমুর বিকেল হারিয়ে গেছে কবে
আজ বিরহের আবির দেখি রোজ,
শপথ ছিলো তোমার ভুলতে হবে
শপথ ভেঙ্গে তোমার করি খুজ।
আমার চলা পথ যেখানে শেষ
হয়তো তোমার তারও পরে শুরু
এখন আমি ক্লান্ত দেহ মনে,
তুমি হয়তো মনেও নাহি করো।
এখনো প্রেম তোমায় পদ্য হয়
চুমুর দামে হয়না বিকি আর,
তুমি এখন সদাই কর কিযে!
কে যে তোমার চুমুর খরিদদার?
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৮
দীপঙ্কর বেরা বলেছেন: বাহ । বেশ তো ।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৪১
তপোবণ বলেছেন: আজকে পত্রিকায় দেখলাম প্রেমিক কুপিয়েছে প্রেমিকা এবং তার ছোট বোনকে। প্রেমিক ফোন করে পুলিশকে বলেছে দুজনকে আমিই কুপিয়েছি আসুন আমাকে গ্রেফতার করুন। কোপানোর কারণ হলো প্রেমিকা চুমুর নতুন খরিদ্দার যোগিয়েছিল।
কবিতায় ভালো লাগা++
ছন্দের মিলটা চমৎকার অষ্টম লাইনের শেষ শব্দটা 'খোঁজ' হলে ভালো হয়।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো লাগলো।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৬
একটি বালুকণা বলেছেন: নতুন কেউ তার খরিদদার