![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
আবার এসেছে নব নবীন পাতার দিন-
বাসন্তীকার বেলা পৃথিবীর পথে প্রান্তরে,
জানা গেলো চলে যাবে ১৪২১ সাল
অসীম কালের হগ্বরে।
জানাগেলো এবারও বসন্তখাবে অসীম সময়
উৎ পেতে ১৪২২ বসে আছে,
হাতে ফরমান লেখা একুশের বিদায়ের চিঠি
সবুজ রঙের খাম সবুজ পাতায লেখা
চিঠির গভীর জানা গেছে।
সব জানা যায়!!
কেবল গেলোনা জানা এ অসীম কাল-
পেটে তার কতবার ডুবেগেছে বসন্ত দিন,
কেবল গেলোনা জানা কী করে মানব
সুধিয়া স্বাধীন হবে মহাকাল ঋণ।
তবুও বসন্ত আজ ”তুমি-ঘন” প্রণয়ের স্মৃতি
১৪১৯শের রানী "দ্বিপালী বালার" সম্প্রিতি।
ধানসবুজের মাঠ, শিশিরের ধুলোপথ আর
অনেক দিয়েছি শ্রম, পারিনা তবু’ এ নহে ভুলিবার।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩
প্রথম বাংলা বলেছেন: না
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: এত না প্যাচিয়ে সহজ সরল ভাষায় লিখতে পারেন না?