![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
তুমি আমার ভালোবাসার বেগম বনফুল
জীবন নামের কঠিন সাগর পাড়ে।
দ্বিপে আমার ভরসা হয়না কোনো
তুমিই আমার দ্বিপমালাসেই ভরসা করি যারে।
যদিও তুমি দুচোখ মেলে
পাঁখির বাসা খোঁজ,
তবুওতো সে চোখের মত নয়,
ভালোবাসার চোখের পলক অনন্য সে হয়।
ভালোবাসার চোখের মাঝে ভরসা থাকে ঢের
তুমি আমার চোখে তারা দেখো-
ভরসা দেবে ভরসা নেবে করোনা হেরফের
দুচোখ ভরে ভালোবাসতে শেখো।
সামনে যত ফেনার মত জীবনজলধী
ভালোবাসার ভেলায় চেঁপে পেড়িয়ে যাবো ঠিক
আমার চোখে চোখ যদি তুই রাখিস বনফুল
ভরসা পাবি আমার চোখে, আমিও নির্ভিক।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৩
শাহিন বিন রফিক বলেছেন: বানান
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৫১
চাঁদগাজী বলেছেন:
ভালোবাসার সাথে আস্হার প্রকাশ, ভালো
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪২
শাহিন বিন রফিক বলেছেন: কবিতা অনেক ভাল হয়েছে, তবে বেশ বানার সমস্যা আছে বলে আমার মনে হয়, দ্বীপ, পাখি, দু'চোখ হবে বলে আমার মনে হচ্ছে।