| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম বাংলা
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
আমার কোন শাসক নেই--
কোন রাজা নেই আমার
যেখানে আমার অধিকার নেই
নিজের কথাটি বলবার।
আমি শুধু জানি সম্রাট নামে
ঝেকে বাসা এক পাপ
দখলে রেখেছে আমারে, জানিনা
এ কোন অপজন্মের অভিশাপ।
ভালবাসা সব অতলে পড়েছে
ভয়ে করি কুর্ণিশ,,
সম্রাট সেজে বসে আছে ওরা
হাতে দাতে নখে শুধু বিষ।
আমার এখানে সম্রাট নেই
রয়েছে দখলবাজ..
যার হাতে নেই ফরমান----
আছে গোলাবারুদের ঝাঝ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: আমরা ঈশ্বর বানিয়েছি। ঈশ্বর যখন বিপর্যয় দেন তখন আমরা ঈশ্বরের কাছেই প্রার্থনা করি পরিত্রাণের জন্য।