![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
”কাদেরিয়ান চুমু”
===========
পান্ডা হাতের ডান্ডা নাকি কাদেরিয়ান চুমু
ভাইবোনেরা বলেন তরা, কোনটা দিয়া দিুম?
লাঠি বুলেট ফসকে গেলে ভিজবে গতর রঙ্গে
তারছেয়ে ভালো ফসকা চুমু, কাদেরিয়ান ঢঙ্গে।
দাতাল হাসি
=============
হাসতেনাকি জানেনা কেউ কে বলেছে ভাই।
ঐ দেখনা খান সাহেবের দন্ত দেখা যায়।
কাঁদতে নাকি ভুলে গেছে বঙ্গ দেশের লুকে
সারা বাংলা কান্না করে মরা দিয়ার শুকে।
০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫১
প্রথম বাংলা বলেছেন: আসলেই
২| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৮
ইব্রাহীম আই কে বলেছেন: ২য় টা সুন্দর ছিল।
০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৪
প্রথম বাংলা বলেছেন: তাই? প্রথমটা ভালো লাগেনি?
৩| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: ওদের চূড়ান্ত পতন ঘনিয়ে এসছে ।
০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৯
প্রথম বাংলা বলেছেন: আমাদের না আসলে কিছু করারনাই। সরকার আন্দোলনটাকে ন্যয্য বলছে বিপদে পড়ে। খালি বাচ্চা ছেলে মেয়ে বলে। তা না হলে েএরাযে কি করতো আল্লাই জানে।
সেনাবাহিনি ধংশ করছে পুলিশ দলিয় করন করছে। রাজনীতিতে মমতাজ আমতাজ জামতাজ ভানু কাদের মাদের দিয়া একটা চাটুকার শ্রেনি তৈরি করছে যারা কোনদিনই পরিবার তন্ত্রের বিরুদ্ধে কথা বলবেনা। আর তান্ত্রিক ভদ্রমহিলাও এদের মত চাটুকারদের হারাতে চাইবেনা। তাই যত গন্ডগুল।
৪| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৫| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! ছোটো দুটি কবিতার অনেক বড় ব্যাপ্তি ।
শুভ বুদ্ধির উদয় হোক। পরাহত হোক অশুভশক্তির।
শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
ইটটি মারলে পাটকেল খেতে হয়! চুম্মা অনেক সেনসেশনাল জিনিস!