নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চুপ থাকা, নির্লিপ্ততা! আপাততঃ ধ্যান করছি।

নাজনীন১

আমি বাংলাদেশি নারী।

নাজনীন১ › বিস্তারিত পোস্টঃ

সুলতানার স্বপ্ন...:-* (১)

২৭ শে জুন, ২০০৯ রাত ১০:১৯













বেগম রোকেয়া রচিত "সুলতানার স্বপ্ন" প্রথম প্রকাশিত হয় ১৯০৫ সালে ভারতে ইংরেজীতে (Sultana's Dream)। এরপর বাংলা একাডেমী এর বাংলা অনুবাদ প্রকাশ করে ১৯৯৩ সালে (নেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী)। প্রথম যখন বইটি পড়ি খুব মজা পেয়েছিলাম। তাই আপনাদের সাথে সে ভাল লাগাটা শেয়ার করতে চাচ্ছি। কিন্তু এই মুহূর্তে আমার কাছে সে অনুবাদটি নেই, তাই নিজেই অনুবাদ করার চেষ্টা করছি......(ভাবানুবাদ)







একদিন সন্ধ্যায় আমি আমার বেডরুমে ইজি চেয়ারে হেলান দিয়ে অলসভাবে বসে ভারতীয় নারীদের কথা ভাবছিলাম। ঘুমিয়ে পড়েছিলাম কিনা ঠিক নিশ্চিত না, কিন্তু যতদূর মনে পড়ে আমি যেন জেগে ছিলাম। জোৎস্ন্যাভরা আকাশে হাজারো তারা ডায়মন্ডের মতো ঝিকমিক করে জ্বলছিলো।



হঠাৎ এক মহিলা আমার সামনে এসে দাঁড়ালো। কিভাবে আসলো জানি না। ভাবলাম আমার বান্ধবী সা'রা বুঝি।



বললো, গুড মর্নিং।

মনে মনে হাসলাম, এটা তো সকাল না, ঝলমলে উজ্জ্বল রাত। :)



যাহোক, উত্তরে বললাম, কেমন আছ?



-- ধন্যবাদ, ভাল আছি। তুমি কি একটু বাইরে এসে আমাদের বাগানটা দেখবে?



খোলা জানালা দিয়ে আবার চাঁদের দিকে তাকালাম, ভাবলাম এই সময় বাইরে গেলে খুব একটা ক্ষতি হবে না।বাড়ীর ছেলে-চাকরগুলো বেশ তাড়াতাড়িই ঘুমিয়ে পড়েছে, এই ফাঁকে সারার সাথে একটু ঘুরে আসতে পারি।:)



দার্জিলিং-এ থাকতে দুইজনে একসাথে বেড়াতে বের হতাম। অনেক সময়ই আমরা হাতে হাত ধরে , গল্প করতে করতে হেঁটে বেড়াতাম সেখানকার বোটানিক্যাল গার্ডেনে।সা'রাকে দেখে খুশীই হলাম, হয়তো সেরকমই কোন গার্ডেনে নিয়ে যাবে। এক কথাতেই রাজী হয়ে গেলাম এবং বের হয়ে আসলাম তার সাথে।



বাইরে এসে অবাক হয়ে দেখি, ওমা!! এ যে সকাল!! :P পুরো শহরটা জেগে আছে আর রাস্তাগুলো লোকে লোকারণ্য। এভাবে প্রকাশ্য দিবালোকে হাঁটতে আমি খু-ব লজ্জা হচ্ছিল, :!> যদিও আশাপাশে কোন পুরুষ দেখা গেল না।



কিছু কিছু পথচারী আমাকে দেখে হাসতে লাগলো। যদিও আমি তাদের ভাষা বুঝতে পারলাম না, কিন্তু স্পষ্টই বুঝতে পারছিলাম , তারা আমাকে নিয়েই হাসছে।X(



বান্ধবীকে জিজ্ঞ্যেস করলাম, কি ব্যাপার, বলতো?:|



-- মহিলারা বলছে, তুমি দেখতে পুরুষের মতো।

-- পুরুষের মতো?? এর মানে কি? :|

-- মানে :) তারা বোঝাতে চাচ্ছে যে তুমি পুরুষের মতো লজ্জা পাচ্ছ, অস্বস্তিতে ভুগছো।



-- পুরুষের মতো লজ্জা আর অস্বস্তি??? এটা তো সত্যিই একটা কৌতুক।:((



আমি খুবই নার্ভাস হয়ে গেলাম, যখন আবিষ্কার করলাম যে আমার পাশে সা'রা না, অপরিচিত কেউ!!! :-&



ওহ্‌, কি করে আমি বোকার মতো তাকে আমার পুরোনো বান্ধবী সা'রা ভাবলাম???X(







ক্রমশ...







[অনুরোধঃ অনুবাদে ভুলত্রুটি হলে ধরিয়ে দিলে ভাল হয়, এর জন্য আগাম ধন্যবাদ]

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-১

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০০৯ রাত ১০:২৬

তাহসিন আলম বলেছেন: সুলতানার স্বপ্ন জানলাম

২৭ শে জুন, ২০০৯ রাত ১০:২৯

নাজনীন১ বলেছেন: এখনো তো জানা বাকী আছে...:)


ছবিটা কেন যেন আসছে না...

২| ২৭ শে জুন, ২০০৯ রাত ১০:২৬

চানাচুর বলেছেন: ভালোই তো :):):)

২৭ শে জুন, ২০০৯ রাত ১০:৩০

নাজনীন১ বলেছেন: সামনে আরো আছে, সঙ্গে থাকুন......:)

৩| ২৭ শে জুন, ২০০৯ রাত ১০:৩৮

লেখাজোকা শামীম বলেছেন: বেগম রোকেয়ার জীবনী দেন এখানে। আমার কাছে মনে তার জীবনী এখনকার মানুষের জন্য অনেক বেশি শিক্ষার।

২৭ শে জুন, ২০০৯ রাত ১০:৪২

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ, অনুরোধ মনে রাখবো। পরে কোন এক সময়ে দেয়ার চেষ্টা করবো।

৪| ২৭ শে জুন, ২০০৯ রাত ১০:৩৯

ইমন জুবায়ের বলেছেন: চমৎকার উদ্যোগ।অনেক ধন্যবাদ।

২৭ শে জুন, ২০০৯ রাত ১০:৪৩

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ আপনাকেও অনুপ্রেরণা দেবার জন্য।

৫| ২৭ শে জুন, ২০০৯ রাত ১০:৪৯

মে ঘ দূ ত বলেছেন: ধন্যবাদ এই চমৎকার উদ্যোগের জন্য।

পুরোটা শেষ হলে না হয় সব একসাথে পড়ে নিব নে ক্ষণ।

২৭ শে জুন, ২০০৯ রাত ১০:৪৯

নাজনীন১ বলেছেন: ঠিক আছে, তাহলে কথা রইলো...:)

৬| ২৭ শে জুন, ২০০৯ রাত ১১:০৪

আলী আরাফাত শান্ত বলেছেন: দারুন কাজ!

২৯ শে জুন, ২০০৯ সকাল ১০:৪৭

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ। :)

৭| ২৭ শে জুন, ২০০৯ রাত ১১:২৫

ইমন জুবায়ের বলেছেন: বিভিন্ন জায়গা থেকে নোটস্ নিচ্ছি। আমি লিখব ওনার জীবনী। দেখি, জুলাই মাসের মাঝামাঝি পোস্ট করতে পারি কিনা।

২৯ শে জুন, ২০০৯ সকাল ১০:৫০

নাজনীন১ বলেছেন: যাক্‌, বাঁচা গেল। তা না হলে শামীম ভাইয়ের কথা রাখতে গিয়ে আমাকে আবার সেই কাজটি করতে হতো। :)

৮| ২৮ শে জুন, ২০০৯ সকাল ১০:১৮

ভেবে ভেবে বলি বলেছেন: ভালো উদ্যোগ। পূর্ণ সমর্থন এবং ধন্যবাদ রইলো।

২৯ শে জুন, ২০০৯ সকাল ১০:৫১

নাজনীন১ বলেছেন: আপনাদের সমর্থন পেয়ে আমারও ভাল লাগছে...... :)

৯| ২৮ শে জুন, ২০০৯ দুপুর ১২:০৩

ফালাক বলেছেন: একটু বেশি কইরা দিয়েন

২৯ শে জুন, ২০০৯ সকাল ১০:৫২

নাজনীন১ বলেছেন: উঁ হু, তা হবে না, অল্প অল্প করে দিব, যাতে করে আপনারা বার বার বেশী বেশী করে আমার ব্লগে আসেন। :)

১০| ২৯ শে জুন, ২০০৯ সকাল ১০:৫৭

ইমন জুবায়ের বলেছেন: আমি তো লিখবই -জীবনী আপনিও একটা লিখতে পারেন।

২৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:৫৫

নাজনীন১ বলেছেন: কিছু মনে করবেন না, আসলে আমার কাছে একজন মানুষের জীবনীর চেয়ে জীবন থেকে শেখা তার নিজস্ব উপলব্ধি, দর্শন, জ্ঞান -- এসব আমার কাছে বেশী গুরুত্বপূর্ণ। কারণ, মানুষটি কোন পরিবারে জন্মালো, কোন সময়ে জন্মালো, কি কি সুযোগ-সুবিধা পেল -- এটাতে তার কোন হাত নেই।

১১| ২৯ শে জুন, ২০০৯ সকাল ১০:৫৭

কালপুরুষ বলেছেন: ভাল লাগলো।

আপনার ভাবানুবাদের মধ্য দিয়ে সুলতানার স্বপ্নটা দেখতে থাকি......

২৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:৫৬

নাজনীন১ বলেছেন: হ্যাঁ, সাথে থাকুন।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৫

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: ভালো পোস্ট। প্লাস।

২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.