![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন সূর্য, নতুন দিন, নতুন স্বপ্ন, নতুন আশা, নতুনের সূচনা।
আগের পোস্টএ সব ছবি আসে নাই তাই এই পোস্ট। আগের পোস্ট এর সাথে ছবি মিল থাকলে দুঃখিত।
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৫
অিপ পোদ্দার বলেছেন: ধন্যবাদ। কিছু খাবার এর নাম আমিও জানি না। বেশিরভাগই পরিচিত। কোনটার নাম জানতে চান বলেন, জানলে বলে দিচ্ছি।
২| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:১০
আমিই মিসিরআলি বলেছেন: ধুর মিয়া লোভ লাগায়া দিলেন
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৬
অিপ পোদ্দার বলেছেন: :-<
৩| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:০২
মাহী ফ্লোরা বলেছেন: আরে আরে করেছেন কি? এত ইফতারী! কোনটা ছেড়ে কোনটা খাই! :!>
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৭
অিপ পোদ্দার বলেছেন: এই তো চাই।
৪| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩০
মোঃ নজরুল ইসলাম বলেছেন: https://www.facebook.com/SristyProkashony
http://www.librarybd.com/publish_books.php
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৮
অিপ পোদ্দার বলেছেন: অপ্রাসঙ্গিক।
৫| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩২
সাদা মনের মানুষ বলেছেন: আসলেই সংযমের মাস
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩২
অিপ পোদ্দার বলেছেন: হুমমমমম
৬| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৪
ইমরাজ কবির মুন বলেছেন:
খাইসে !!
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৩
অিপ পোদ্দার বলেছেন:
৭| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩০
চারশবিশ বলেছেন: যাক রোজাটা মজবুত হইল
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৩
অিপ পোদ্দার বলেছেন:
৮| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩
ময়না বলেছেন: hmmmmmmmmm
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৫
অিপ পোদ্দার বলেছেন: ইংরেজী লেখা ভাল লাগে না।
৯| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
কিছু বাদ যায়নিতো ?
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৮
অিপ পোদ্দার বলেছেন: আপনার কাছে কিছু আসে? দেন, যোগ করে দিই।
১০| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫
কোবিদ বলেছেন: লোভনীয় সব উপাদেয় ইফতারী!!
আমি কেন আমার পোস্টে ছবি যোগ করতে পারছিনা?
কেউ কি জানেন আমার সমস্যা কী
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪১
অিপ পোদ্দার বলেছেন:
আমার আগের পোস্ট এ এমন হয়েছে। চেষ্টা করেন, হয়ে যাবে। মাঝে মাঝে এমন হয়।
১১| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২০
জাবের তুহিন বলেছেন: আপনারে ধইরা কিমা কাবাব বানাইতে ইচ্ছা করতেছে । খালি পেটে এই ছবি হজম হয় ?????
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৫
অিপ পোদ্দার বলেছেন:
এটা সেহেরির সময় ছবি। আপনি এখন যে???
১২| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৮
বোকামন বলেছেন:
খুব সামান্য কতক দানা-পানি দিয়েই ইফতার করি।
এত ইফতারি দেখে ভয়ই পেয়ে গেলাম।
আচ্ছা ! নাম যোগ করে দিলে ভালো হত।
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৬
অিপ পোদ্দার বলেছেন: কিছু খাবার এর নাম আমিও জানি না। বেশিরভাগই পরিচিত। কোনটার নাম জানতে চান বলেন, জানলে বলে দিচ্ছি।
১৩| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৫
আলাপচারী বলেছেন: your are liable for being makruh my "kium"
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৫
অিপ পোদ্দার বলেছেন: ইংরেজী লেখা ভাল লাগে না।
১৪| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৩৯
আরজু পনি বলেছেন:
নাহ্ এতো খাবার দেখেও খেতে ইচ্ছে করছে না...বুঝলাম রোজামজবুত হচ্ছে
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২২
অিপ পোদ্দার বলেছেন:
১৫| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩১
ঢাকাবাসী বলেছেন: চমৎকার সব ছবিতে দারুন লোভ জাগানিয়া খাবার। ভাল লাগল।
১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
অিপ পোদ্দার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:০০
চুক্কা বাঙ্গী বলেছেন: ছবির সাথে খাবারের নাম যোগ করে দিলে ভাল হতো। অনেকগুলা খাবারই অপরিচিত লাগছে। সংযম এবং উপবাসের মাসে খাবারদাবারের ছবি ব্লগ দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
একটা কথা মনে রাখিতে হইবে-
''বাপের বড়ো পোলায় খায়
হাসিতে হাসিতে বাথরুম যায়
কাঁদিতে কাঁদিতে ফেরৎ আসে।''