![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল অসাধারণের মাঝে একজন অতি সাধারণ ।
✍ নাউরু পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ, যার আয়তন মাত্র ২১ বর্গকিলোমিটার; যেখানে ঢাকা শহরেরই আয়তন ৩৬০ বর্গকিলোমিটার।
✍ আলবেনিয়া’তে উপর-নিচ মাথা নাড়ানো মানে “না” এবং ডানে-বামে মাথা নাড়ানো মানে “হ্যা”।
✍ সারা পৃথিবীতে প্রায় ১৫ হাজার প্রজাতির গোলাপের চাষ হয়।
✍ জাপানিরা এক সময় পোশাকের পরিবর্তে উল্কি একেঁ শরীর ঢাকত ।
✍ ফ্রেন্স ফ্রাইয়ের জন্মস্থান ফ্রান্সে নয়, বেলজিয়ামে।
✍ আমেরিকার কলাম্বিয়া প্রদেশে মেয়ের বাসর রাতে তার মার উপস্থিতি বাধ্যতামূলক।
✍ বিড়াল মুখ দিয়ে প্রায় একশ’ ধরনের শব্দ করতে পারলেও কুকুর পারে দশ রকমের শব্দ করতে।
✍ অস্ট্রেলিয়ায় এক ধরনের কেঁচো আছে, যা লম্বায় ১০ ফুট পর্যন্ত হতে পারে।
✍ নরওয়েতে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য অস্ত যায় না।
✍ বাঘের গায়ে যে ডোরাকাটা দাগ আছে, সেটা শুধু রঙিন লোমের কারণেই নয়; ওদের গায়ের চামড়াও ডোরাকাটা রঙের।
✍ পৃথিবী হল একমাত্র গ্রহ যেখানে পানির তিনটি অবস্থাই (কঠিন, তরল, গ্যাস) পাওয়া যায়।
✍ একটি মাছির গড় আয়ু মাত্র ১৭ দিন।
✍ ক্যালিফোর্নিয়ার হুইলার পার্কে একটি পাইন গাছ আছে যার বয়স ৫০০০ বছর।
✍ কচ্ছপ তার পশ্চাৎদ্বেশ দিয়ে শ্বাস নিতে পারে।
✍ অস্ট্রেলিয়ায় বাচ্চারা সিগারেট কিনতে পারবে না, কারণ এটা আইনবিরোধী। তবে ধুমপান করতে কোনো বাধা নেই।
✍ লেবাননের আইন অনুসারে কোনপুরুষ লোক গৃহপালিত পশুর সাথে সহবাস করতে পারে। কিন্তু পশুটা অবশ্যই মাদী হতে হবে। মদ্দা পশুর সাথে সহবাস করার শাস্তি মৃত্যুদন্ড।
✍ গড়ে একজন মানুষ বছরে ১৪৬০টি স্বপ্ন দেখে। অর্থাৎ প্রতি রাতে গড়ে প্রায় ৪ টি।
✍ আমেরিকান মিসেস লরেন লোহার তৈরি ফুসফুস নিয়ে ৩৭ বছর ৫৮ দিন বেঁচে ছিলেন।
✍ টাইটানিক জাহাজে মোট বাতি ছিল প্রায় ১০ হাজার।
✍ ভারতবর্ষের পুরাতন নাম ছিল জাম্বুদ্বীপ।
✍ ফ্রান্সে মৃত কাউকেও বিয়ে করা যায়।
✍ কেউ যখন ঘুম এর মধ্যে নাক ডাকে এর অর্থ হচ্ছে সে স্বপ্ন দেখছে না।
✍ ইন্দোনেশিয়ায় হস্তমৈথুনের শাস্তি হলো মুন্ডচ্ছেদ।
✍ উটপাখির চোখ আকারে ওদের মস্তিষ্কের চেয়েও বড়।
✍ পৃথিবীতে সর্বপ্রথম আমেরিকান রাষ্টপতি জর্জ ওয়াশিংটন বাধাঁনো দাঁত ব্যবহার করেছিলেন।
✍ দাবার ‘চেকমেট’ শব্দটি এসেছে পার্সিয়ান ‘শাহ মাত’ শব্দ থেকে, মানে ‘রাজা মারা গেছে’।
✍ আমেরিকায় যত ডিম উৎপন্ন হয় এর দ্বারা সারা দুনিয়া জুড়ে একটা বেষ্টনি তৈরি করা যাবে।
✍ প্রজাপতি তার পা দিয়ে স্বাদ গ্রহন করে।
✍ হংকং এর আইন অনুসারে কোন মেয়ের স্বামী পরকীয়া করলে তাকে সে খুন করতে পারে।তবে খুনটা করতে হবে খালি হাতে।আর যে মেয়ের সাথে পরকীয়া প্রেম করছিল, তাকে খুন করার জন্য যেকোন অস্ত্র ব্যবহার করা যাবে।
✍ একটা হাতি ৩ মাইল দূর থেকে পানির গন্ধ পায়।
✍ মুনফ্লাওয়ার ফুলগুলো রাতে ফোটে, সকাল হওয়ার আগেই ঝরে পড়ে।
✍ একজন মানুষের হৃৎপিন্ড তার মুষ্টিবদ্ধ হাতের সমান।
✍ ইংল্যান্ডের টেমস নদীর নীচে সুরঙ্গ আছে।
✍ চাঁদের পাথরগুলি পরীক্ষা করে দেখা গেছে সেগুলি ৪৭২০ লক্ষ বছরের প্রাচীন।
✍ চিংড়ি শুধু পিছনের দিকে সাঁতার দিতে পারে।
✍ শরৎচন্দ্র তার জীবনে যেসব স্থানে থেকেছেন, তার জীবনী বই লেখার জন্য বিষ্ণু প্রভাকর প্রায় ১৪ বছর সেসব জায়গায় ঘুরে বেড়িয়েছেন।
✍ ফেলে দেয়া চুইংগাম দ্বারা দর্শনার্থীদের অসুবিধা হতে পারে, এই কথা বিবেচনা করে ডিজনিল্যান্ডে চুইংগাম বিক্রি হয় না।
✍ গুয়ামের আইন অনুসারে কোন কুমারী মেয়ে বিয়ে করতে পারেনা।তাই কিছু লোক আছে যারা পয়সার বিনিময়ে কুমারিত্বের অভিশাপ মুক্ত করার কাজ করে। মেয়ের বাবা-মা সাধারনতঃ এই কাজের জন্য অনেক টাকা থরচ করেন। মজার বিষয় হলো এরা কাজ শেষে সার্টিফিকেট দেয়।
✍ নীল তিমি প্রায় ১৮০০ জন মানুষের ওজনের যোগফল।
✍ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কারের নাম- রবীন্দ্র পুরস্কার।
✍ ইমু পাখি আর ক্যাঙ্গারু, কেউই পেছনের দিকে হাঁটতে পারেনা।
✍ ব্রেনের কোন যন্ত্রনার অনুভূতি নাই এমন কি একে কেটে ফেললেও কোনও যন্ত্রনা হয় না।
✍ ইন্ডিয়া পৃথিবীর বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ।
✍ স্বপ্ন দেখার ৫ মিনিটের মধ্যে মানুষ ৫০শতাংশ ভুলে যায়, ১০ মিনিটের মধ্যে ভুলে যায় প্রায় ৯০ শতাংশ।
✍ সমুদ্র সমতল থেকে হিসেব করলে পৃথিবীর দ্বিতীয় সবোর্চ্চ শৃঙ্গ পাকিস্তান ও চীন সীমান্তের কে-টু পাহাড়। এর উচ্চতা ২৮ হাজার ২৫১ ফুট (৮ হাজার ৬১১ মিটার)।
✍ অজগর সাপ একসাথে ১২টি - ৩৬টি ডিম পাড়তে পারে।
✍ ইঁদুর আর ঘোড়া কখনো বমি করেনা।
✍ অধিকাংশ লিপস্টিক তৈরিতে মাছের আঁশ ব্যাবহার করা হয়।
©somewhere in net ltd.