![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল অসাধারণের মাঝে একজন অতি সাধারণ ।
ধরুন, আপনার প্রতিবেশীর বিদ্যুতের প্রয়োজন আছে কিন্তু নিজ বাড়ির পরিবেশের বিষয় বিবেচনা করে আপনার বাড়িতে বিদ্যুৎ কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছে। আপনিও নিজ বাড়ির বিদ্যুতের সমস্যা নিরসনের বিষয় বিবেচনা করে ধনী প্রতিবেশীর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।
চুক্তি অনুযায়ী, আপনার বাড়ির উঠোনের বাগানটার কাছে একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হবে। বিদ্যুৎকেন্দ্রটি চালু করতে খরচ করা হবে মোট ১০০ টাকা। এর মধ্যে ১৫ টাকা আপনি দিবেন, ১৫ টাকা দিবে আপনার প্রতিবেশী আর বাকী ৭০ টাকা আপনাকে প্রতিবেশির কাছ থেকে সুদে ঋণ নিতে হবে ।(বাচ্চালোগ, বাজাও তালি )
শুধু এটাই না, বিদ্যুৎ কেন্দ্রটি চালু করতে যত কয়লা লাগবে তার সবটুকুই আপনার প্রতিবেশির কাছ থেকেই ক্রয় করতে হবে। যদিও আপনার প্রতিবেশি নিজেই কয়লা অন্য আরেক প্রতিবেশি থেকে ক্রয় করে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে, আপনার বাসা ঢাকার ফার্মগেট এলাকায় আর কয়লা বিক্রি হয় কাওরান বাজার এলাকায় । কিন্তু আপনি কয়লা কাওরান বাজার থেকে না নিয়ে কিনছেন মহাখালী থেকে এবং যাদের কাছ থেকে কিনছেন তারা নিজেরাই কয়লা কাওরান বাজার থেকে কিনে আনে।যে নিজেই কিনে আনে সে কি কোন লাভ ছাড়া আপনার কাছে বিক্রি করবে ? অথচ আপনি নিজেই এই কয়লা কিনে আনতে পারতেন। (একটু হেসে নিন সাথে কিছু শিখে ও নিন)
যাই হোক, এই কয়লা কিন্তু আপনার বাড়ির উঠোনের বাগান দিয়েই বিদ্যুৎ কেন্দ্রে নেয়া হবে। এতসব কিছুর পরে বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে যে লাভ হবে, তার ৫০ ভাগ আপনি পাবেন আর ৫০ ভাগই নিয়ে যাবে আপনার ধনী প্রতিবেশি! মানে ১৫% বিনিয়োগে করে আপনার ধনী প্রতিবেশি মালিকানা পাবে ৫০%। (বাচ্চালোগ, বগল বাজা,কিসের সাজা;পারলে ফেলিস কেশ, আমরা এখন মধ্যম আয়ের দেশ)
এখানেই শেষ নয়, পুরো প্রকল্পটি বাস্তবায়নে আপনার বাড়ির পরিবেশ তথা পানি-বায়ু, শব্দ-আলো দূষণ সহ সব ধরনের ঝুঁকি আর ক্ষতির ভার আপনাকেই বহন করতে হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে অন্য যে কোনো প্রকল্পের তুলনায় কয়েকগুণ বেশি ক্ষতি হয়। বিশেষত ভষ্মিভূত কয়লার ছাই এবং উৎপন্ন গ্যাসের ফলে বায়ু ও পানি দূষণের যুগপৎ প্রভাবের কারণে এই ক্ষতি হয়। পরিবেশ বিপর্যয় হবে আপনার কিন্তু ৫০% শতাংশ মালিকানা পাবে আপনার প্রতিবেশি। (ভালো তো, ভালো না)
একটু ভেবে বলুন তো, আপনার বিবেক কি এই ধরনের চুক্তিকে সমর্থন করে? যদি আপনি কোন দল বা মতের কাছে অন্ধত্ব বরণ করে থাকেন অথবা আপনি যদি এর প্রতিবাদ করতে না পারেন তাহলে অন্তত নিরব থাকুন। খোঁড়া যুক্তি দিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি কইরেন না, ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত কইরেন না ।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৩
Saju Ahmed বলেছেন: অনেক ভালো লিখেছেন আমাদের কে জানানোর জন্য ধন্যবাদ