![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা ফেইসববুক: https://www.facebook.com/aporicito.manush
পাসওয়ার্ড বিহীন যেমন
আইডি বেকার।।
তেমনি তুমি ছাড়া
আমি অর্থহীন।।
আমার তোমাকে
প্রয়োজন।।
তোমার হয়তো আমার
প্রয়োজনটা পুরিয়ে গেছে।।
আমারতো পুরোয়নি।।
আমি হয়ত যন্ত্রনা
নিয়ে বেঁচে আছি।।
যদি আমার বহন
করা যন্ত্রনার একভাগ
বহন করতে. তখন
বুঝতে আমি কতটা
ভাল আছি।।
ভুলে গেছো
হয়তো সুন্দর সেই
মুহুর্তের সবই, কিন্তু
আমি ভুলি কি করে??
আমি কি সত্যি
তোমার কাছে পাগল??
সত্যি কি বোকা??
তুমিতো অনেক বকা
দিতে আমার বোকামি
নিয়ে।।
কত কি শিখিয়েছো
তুমি, শিখিয়েছো
ভালবাসতে।। আর
তুমি ভালবাসার
ভয়ে দুরে সরে গেছ।।
কি এমন ভুল ছিল
আমার??
যদি সত্যিই ভুল
করে থাকি, আমাকে
কি ক্ষমা করা যায়না??
আমি কি এখনও
ভুল করা ক্ষমার
অযোগ্য??
তোমার কাছে আজ
আমার হাজারো প্রশ্ন।।
কারন আমি কেন
এতটা একা??
আমারতো একাকী
কোনো ভুল ছিলনা।।
যত ভুল সব
দুজন মিলে
করেছিলাম।।
সত্যি বলছি তোমাকে
আজও ভালবাসি।।
যদি পারো ফিরে এসো।।
আবার শুরু থেকে
ভালবাসো।।
আর কোনো ভুল
করার সুযোগ দিয়োনা।।
ভুল করবো শূধু
তোমার কথা মত।।
তোমায় আজও
ভালবাসি যুদ্ধ
জয়ের মত।।
ভাল না বেসে
থাকবে দূরে কত??
সব ভালবাসা দিয়ে দিবো
আছে আমার যত।।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৩
অপরিচিত একটা মানুষ বলেছেন: কেউ আমার পোষ্টে
লাইক কমেন্টস করেনা।।