নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের মত জীবন নয়, জীবনের মত মন গড়ুন।।

অপরিচিত একটা মানুষ

সাদামাটা ফেইসববুক: https://www.facebook.com/aporicito.manush

অপরিচিত একটা মানুষ › বিস্তারিত পোস্টঃ

বদ্র লোকটিই চোর!!

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩

এক বদ্র লোক নিজেকে

খুব অসহায় দিখিয়ে

সাহায্য(ভিক্ষা)

চাইলো।।ভোর বেলা আমি

কাউকে এমিনিতে সাহায্য

করতে রাজী না।।তবুও

কি মনে করে যেন

১০টাকা দিলাম।।



(না নিতেই লোকটি

বলল মাত্র ১০টাকা!!)





আমি: টাকা হাতে নিয়ে

বললাম আপনি টাকা

দিয়ে কী করবেন?



লোকটি: নাস্তা করবো।।



আমি: চলেন একসাথেই

খাই।।



লোকটি: না আমি



আরো পরে খামু।।



আমি: তাইলে যান।।



লোকটি: টাকাটা দেন।।



আমি: আমিতো

টাকা দিমুনা।।



লোকটি: ক্যা??



আমি: কারণ আপনি

১০টাকা নিতে রাজি না।।



লোকটি: দেন দেন, যাইতে

অইবো।।



আমি: কৈ যাইবেন?



লোকটি: মেলা কাম

আছে।।



আমি: কি কাজ?



লোকটি: আছে আছে

কওন যাইবোনা।।



আমি: কেন?



লোকটি: আপনের টাকা

দিবার আছেন দেন।।



আমি: নাহ।।আমিতো

আপনাকে টাকা

দিবোনা।।



লোকটি: আরে দেন না।।



আমি: ভাগেন এখান

থেকে।।



লোকটি: ক্যান?



আমি: আপনি কি আমার

থেকে টাকা পান?



লোকটি: হো, পাইতো।।

ঐ যে দশ টাকা।।



আমি:আপনাকেতো

আমি ১টাকাও দিমুনা।।



লোকটি: তাইলে?



আমি: তাইলে কি..?



লোকটি: আপনি লোকডা

ভালানা।।



আমি: হ হাছা কথা।।



লোকটি: ভালা অই যান।।



আমি: না হইলে??

তুমি ভাল হও।।



লোকটি: আমি আবার কি

করলাম?



আমি: এই ভাল হইতে

টাকা লাগেনা।।



লোকটি: হেইডাতো মুইও

জানি।।



আমি: তাইলে যাও।।



লোকটি: যাইতাছি

যাইতাছি।।



একটু পরেই শুনি লোকটা

লোকটা আরেক জনের

একখানা Samsung-Galuxy নিয়া ভাগছে।।





ভাবতেছি কত

কি আর দেখমু!!!!!!!!!!!!!!!!!!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১১

অরুদ্ধ সকাল বলেছেন:
চরম হইয়াছে ভ্রাতা

উত্তম ঝাঝা

২| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১:০০

অপরিচিত একটা মানুষ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.