![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা ফেইসববুক: https://www.facebook.com/aporicito.manush
এক বদ্র লোক নিজেকে
খুব অসহায় দিখিয়ে
সাহায্য(ভিক্ষা)
চাইলো।।ভোর বেলা আমি
কাউকে এমিনিতে সাহায্য
করতে রাজী না।।তবুও
কি মনে করে যেন
১০টাকা দিলাম।।
(না নিতেই লোকটি
বলল মাত্র ১০টাকা!!)
আমি: টাকা হাতে নিয়ে
বললাম আপনি টাকা
দিয়ে কী করবেন?
লোকটি: নাস্তা করবো।।
আমি: চলেন একসাথেই
খাই।।
লোকটি: না আমি
আরো পরে খামু।।
আমি: তাইলে যান।।
লোকটি: টাকাটা দেন।।
আমি: আমিতো
টাকা দিমুনা।।
লোকটি: ক্যা??
আমি: কারণ আপনি
১০টাকা নিতে রাজি না।।
লোকটি: দেন দেন, যাইতে
অইবো।।
আমি: কৈ যাইবেন?
লোকটি: মেলা কাম
আছে।।
আমি: কি কাজ?
লোকটি: আছে আছে
কওন যাইবোনা।।
আমি: কেন?
লোকটি: আপনের টাকা
দিবার আছেন দেন।।
আমি: নাহ।।আমিতো
আপনাকে টাকা
দিবোনা।।
লোকটি: আরে দেন না।।
আমি: ভাগেন এখান
থেকে।।
লোকটি: ক্যান?
আমি: আপনি কি আমার
থেকে টাকা পান?
লোকটি: হো, পাইতো।।
ঐ যে দশ টাকা।।
আমি:আপনাকেতো
আমি ১টাকাও দিমুনা।।
লোকটি: তাইলে?
আমি: তাইলে কি..?
লোকটি: আপনি লোকডা
ভালানা।।
আমি: হ হাছা কথা।।
লোকটি: ভালা অই যান।।
আমি: না হইলে??
তুমি ভাল হও।।
লোকটি: আমি আবার কি
করলাম?
আমি: এই ভাল হইতে
টাকা লাগেনা।।
লোকটি: হেইডাতো মুইও
জানি।।
আমি: তাইলে যাও।।
লোকটি: যাইতাছি
যাইতাছি।।
একটু পরেই শুনি লোকটা
লোকটা আরেক জনের
একখানা Samsung-Galuxy নিয়া ভাগছে।।
ভাবতেছি কত
কি আর দেখমু!!!!!!!!!!!!!!!!!!!!
২| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১:০০
অপরিচিত একটা মানুষ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১১
অরুদ্ধ সকাল বলেছেন:
চরম হইয়াছে ভ্রাতা
উত্তম ঝাঝা