![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা ফেইসববুক: https://www.facebook.com/aporicito.manush
০৩-১২-২০১৪
সকাল ৬:২৫
.
.
তুমি যদি পাতা হও,
আমি হব শিশির।।
তুমি যদি আকাশ হও,
আমি হব মেঘ।।
তুমি যদি বৃষ্টি হও,
আমি হব জলধারা।।
তুমি যদি সকাল হও,
আমি হব পূর্ব আকাশের লাল সূর্য্য।।
তুমি যদি ঘুম হও,
আমি হব স্বপ্ন।।
তুমি যদি চোখ হও,
আমি হব অশ্রু।।
তুমি যদি মালা হও,
আমি হব মুক্তা।।
তুমি যদি ফুল হও,
আমি হব ঘ্রাণ।।
তুমি যদি ভ্রোমর হও,
আমি হব মধু।।
©somewhere in net ltd.