![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা ইন্ডিয়া ও পাকিস্তান এর সমাসন্ন একটি যুদ্ধকে স্বগত জানাচ্ছেন, তাদের কেউ কেউ ভাবছেন ইন্ডিয়ার সার্মথ্য বেশী পাকিস্তান হেরে যাবে বলে খুশিতে আত্মহারা. অন্যদিকে কিছু পাকিস্তান পেয়ারি ভাবছেন পাকিস্তানকে হাড়ানো ইন্ডিয়ার জন্য অসম্ভব, জয় পাকিস্তানেরই. উদ্দেশ্য করছি তাদেরকে - যুদ্ধ মানবের জন্য কখনোই কল্যাণের নয়. তার উপর ইন্ডিয়া - পাকিস্তান দুটি দেশই বিশাল পারমাণবিক শক্তি সম্পন্ন. গোমূর্খ ভারতীয়রা ভাবছে পাকিস্তানে পারমাণবিক বোমা মেরে দিলেই জয় তাদের. গোমূর্খ পাকিস্তানিরাও এমনি ভাবছে. আর পার্শ্ববর্তী দেশের গোমূর্খ নাগরিক আমরা টিভির নিউজ দেখি আর যুদ্ধের অপেক্ষায় আছি. একবার ভেবেছিলেন আজকের পারমাণবিক মারণাস্ত্র গুলো হিরোসিমা নাগাসাকির অভিশপ্ত বোমার চেয়ে অনেক শক্তিশালী? এরকম পারমাণবিক বোমা ইন্ডিয়ার 100-110 টি পাকিস্তানেরও প্রায় এমন কয়টাই আছে. এরকম কোন যুদ্ধে শুধুমাত্র দুটি দেশ নয়. পার্শ্ববর্তী দেশ বা দূরের দেশগুলোর ধ্বংসের শঙ্কা প্রায় সমান. লক্ষ লক্ষ প্রানহানী. লক্ষ লক্ষ শিশু বৃদ্ধ মা বোনদের মৃত্যু. হাজারো বছরের পুরনো সভ্যতা ধংস. আজও হিরোসিমা নাগাসাকিতে বিকলাঙ্গ সন্তান জন্ম হয় ঐ দুটি বোমার প্রভাবে. এমন একটি যুদ্ধকি আমরা চাচ্ছি যা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের আর্বিভাব ঘটাতে যথেষ্ট?
২| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৩
সজীব মোহন্ত বলেছেন: যুদ্ধ বাঁধবে না।
৩| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কারগিল বা সিয়াচেনের মতো কনভেনশনাল ওয়ার হতে পারে। কিন্তু পরমানু যুদ্ধ হবে বলে মনে হয় না। পাগলেও নিজের ভালো বুঝে।
পরমানু অস্ত্রই পরমানু যুদ্ধ ঠেকিয়ে রেখেছে, ঠেকিয়ে রাখবে।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৭:১০
চাঁদগাজী বলেছেন:
যুদ্ধটা আপনি গিয়ে বন্ধ করে দেন; আপনার পক্ষে অসম্ভব হলে আমাকে জানাবেন।