![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসন্ত এসেছে
.........................কৃষ্ণ
মুখবই পরিপূর্ণ ভালোবাসা,
আমিও আর নেই একা।
হলুদ লেগেছে সবুজের বুকে,
শীত কাঁদছে নীরব দুঃখে।
আজ এসেছে বসন্ত রাজ,
ভালোবাসা নিয়েছে হলুদ সাজ।
রূপের আগুনে জ্বলছে মন,
আছি ফাগুন বসন্তে আমরা দুইজন।
খোপা পূর্ণ পলাশ ফুলে,
বসেছো মানব হৃদয় মূলে।
বসন্ত তুমি এসেছো ধরায়,
পৃথিবী তাই আনন্দে হারায়।
ফুল,পাখি আর আমের মুকুল,
তোমার বিরহে হয়েছে ব্যাকুল।
---------------------------
বৃক্ষ করেছে তোমায় বরন,
তোমায় বিনে না হয় যেন মরন।
©somewhere in net ltd.