![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলে আয় এই ফাগুনে
...................... কৃষ্ণ
নেই তুই আজ কাছে,
বিষন্ন বীনা মনে বাজে,
নেই তুই আজ কাছে,
আধার যেন আমায় ডাকে।
আমি ছিলাম তোর ছায়ায়
গ্রীষ্মের রোদেলা মায়ায়
আমি ছিলাম তোর ছায়ায়
বরষার ঝড়ো হাওয়ায়।
আমি ছিলাম তোর দৃষ্টিতে,
এক মন, এক সত্তার সৃষ্টিতে,
আমি ছিলাম তোর দৃষ্টিতে,
ভালোবাসা ভেজা বৃষ্টিতে।
--------------------------
চলে আয় তুই এই ফাগুনে,
পুড়তে চাই প্রেমের আগুনে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৮
কৃষ্ণ কমল দাস বলেছেন: আমি নতুন । এখনো ঠিক ব্লগ সর্ম্পকে ভালো ঞ্জান নেই। আপনাকে বলার জন্য ধন্যবাদ।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা ভালো লাগলো +++
শুভকামনা রইল
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৯
কৃষ্ণ কমল দাস বলেছেন: Thanks
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৯
সুমন কর বলেছেন: প্রথম পাতায় একই ব্লগারের একাধিক পোস্ট, ভালো দেখায় না।