![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচিত এক অচেনা শহর
.......................কৃষ্ণ
এই শহরটা আজও অচেনা,
তোমায় ছাড়া হারাতেও মানা।
এই শহরটা আজও অচেনা,
ভালোবাসা হীন এক জেলখানা।
এই শহরে আজও একা,
মুক্তির সূর্যের নেই দেখা।
এই শহরে আজও একা,
বুকে আছে অনেক ইচ্ছা লেখা।
এই শহরটা কঠিন ব্যস্ত,
সবাই যেন কাজে ত্রস্ত।
এই শরহটা কঠিন ব্যস্ত,
অচেনা হাতে মরন অস্ত্র।
এই শহর ভর্তি মায়া,
ক্ষুধার্তকে দিয়েছে ছায়া।
এই শহর ভর্তি মায়া,
মনের টানে যায় না যাওয়া।
এই শহর এক বিশাল মা,
বুকে নিয়ে বিশাল ঘা,
সেই ঘায়ে আগলেছে আমায়,
তাই ছাড়তে পারি না তোমায়।
................................ঢাকা।
©somewhere in net ltd.