![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধরা
...................কৃষ্ণ
কই তুমি,
হারিয়েছো আমায় বিনে,
করেছো বিবাগী হৃদয় ছিনে।
তুমি ছিলে হয়ে পূর্নিমা,
আঁধারে হারিয়েছে তোমার সীমা।
আমি তোমার আকাশ ছিলাম,
তাই মুক্তি তোমায় দিলাম।
তুমি আজও বড় বোকা,
আকাশকে দেওয়া যায় না ধোকা।
পৃথিবী থাক আকাশ মাঝে,
তুমি আছো গভীর সাঁঝে।
------------------------
ফিরে আসো,
আমার মুক্ত আকাশ প্রান্তরে,
জীবন খুজছো তুমি অবান্তরে।
প্রেমহীন প্রাপ্ত স্বর্গ সুখ,
যেন নৌকা হীন নদীর বুক।
©somewhere in net ltd.