![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়া
.........কৃষ্ণ
তুমি আসবে বলে,
বসেছিলাম রাস্তার কোলে,
রাস্তাও অভিমানে গেছে চলে।
তুমি আসবে বলে,
হলুদে রাঙিয়েছি নিজেকে,
হলুদ মিলিয়েছে বিষাদের আঁধারে।
তুমি আসবে বলে,
ঘর সাজিয়েছি ভালোবাসার রঙে,
রং বিলীন হয়েছে অলস ঢঙে।
তুমি আসবে বলে,
মনের রাস্তা ধুয়েছি নেত্রবারিতে,
আমি কি পারবো তোমায় ছারিতে?
------------------------------
জানি তুমি পারবে না আসতে,
কারন তুমি শিখো নি ভালোবাসতে।
২| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৭
রিকতা মুখাজীর্র্ বলেছেন: অপেক্ষামান কবিতা ভালো লাগল।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৮
ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো+