![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টির কান্না
.....................কৃষ্ণ
শহর আজ তুমি মেঘলা,
আমার আকাশ আজ একলা।
সূর্য হারিয়েছে মেঘের বুকে,
তাই আকাশ কাঁদছে দুঃখে।
শহর আছে অধীর অপেক্ষায়,
কখন বৃষ্টি ঝরবে ধরায়।
বৃষ্টি তুমি ঝরলে গোপনে,
আমি ছিলাম নিজ আপনে।
সৃষ্টি আর বৃষ্টি দাও দৃষ্টি,
দেখবো তোমার প্রকৃত সৃষ্টি।
বৃষ্টি সৃষ্টির উর্বর কান্না,
ধরনী পায় ফসলের বন্যা।
-----------------------
চাই না শীতের বৃষ্টি,
ধরনী চায় করুনাময়ের দৃষ্টি।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৭
মোঃ গাউছুল আজম বলেছেন: সুন্দর