![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলে এসো
..................................কৃষ্ণ
তোমাকে চাই না হারাতে,
তুমি কি পারো না থাকতে?
পরলে মনে তোমার কথা,
আমি থাকতে পারি না একা।
মন হয় উতালা ভেবে,
কখন পাবো তোমার দেখা।
তোমাকে চাই না হারাতে,
বুঝতে যদি তুমি তা পারতে,
তুমি চাইতে না আমায় ছাড়তে।
ভালোবাসাকে ভালোবাসায় মাপো,
মন দিয়ে মনকে বোঝো,
প্রেমের চোখে মনকে খোজো।
মন তো সবার কাঁদে,
তা বুঝতে কজন পারে।
বসে অাছি ইট পাথরের মাঝে,
তুমি চলে এসো আমার,
হিয়ার বাঁকে।
উৎসর্গ: কারো কথা এই মুহুর্তে মনে পড়তাছে না। দুঃখিত।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৭
অতঃপর হৃদয় বলেছেন: চলে আর কি।