![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেয়েছি তোমায় দিতে
...................................... কৃষ্ণ
চেয়েছি তোমায় দিতে খোলা ছাদ,
সাথে জোৎসনা ভরা পূর্নিমার চাঁদ।
চেয়েছি তোমায় দিতে ছোট্ট ঘর,
যেথায় থাকবে না কেউ পর।
চেয়েছি তোমায় দিতে সকাল ভরা বৃষ্টি,
সাথে থাকবে প্রেমে ভরা দৃষ্টি।
চেয়েছি তোমায় দিতে শুভ্র ফুল,
যেথায় শিউলি হবে তোমার কানের দুল।
চেয়েছি তোমায় দিতে মেঘের ভেলা,
সাথে থাকবে তারাদের মেলা।
চেয়েছি তোমায় দিতে বসন্ত আগুন,
যেথায় থাকবে হলুদ রাঙা ফাগুন।
-----------------------------------
আমি ঘুরবো না তোমার পিছু,
আমার বলার নেই আর কিছু।
২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫১
কৃষ্ণ কমল দাস বলেছেন: Thanks
২| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫০
সুমন কর বলেছেন: ভালো লাগল।
আপনি চেষ্টা করবেন, অন্য ব্লগারের ভালো লেখাগুলোতে মন্তব্য করতে। এতে আপনি আস্তে আস্তে সবার সাথে পরিচিত হয়ে উঠবেন।
২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫২
কৃষ্ণ কমল দাস বলেছেন: Thanks. AND I will do.
৩| ২২ শে মার্চ, ২০১৭ রাত ২:৪৯
অতঃপর হৃদয় বলেছেন: ভাল ছিল।
২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪১
কৃষ্ণ কমল দাস বলেছেন: Thanks
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৭
সিনবাদ জাহাজি বলেছেন: দোয়া করি যেন শীঘ্রই উপযুক্ত কাউকে দিতে পারেন জিনিসগুলো