![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘাসের কান্না
.................কৃষ্ণ
শিশির সিক্ত ঘাসের ডাল,
ভেজা গায়ে বুনছে স্বপ্ন জাল।
সেই জালে বয় রক্ত ঘাম,
পায় না ঘাস রক্তের দাম।
মাঠের বুকে সবুজ চাদর,
তুবু ঘাস তোমায় করে না আদর।
ঘাস তুমি মৃত্তিকার মন,
মাটির রক্ষা তোমার পন।
বাঁচাতে অবুঝ প্রান ,
ঘাস তুমি করো অাত্মদান।
যখন ফসল থাকবে মাঠ ভর্তি,
ঘাস তুমি তখন হবে মুর্তি।
©somewhere in net ltd.