![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................................কৃষ্ণ
তুমি আমার অনেক কাছে,
তুমি আমার বুকের কাছে,
তুমি আমার কথার কাছে,
তুমি আমার বই এর কাছে
তুমি আমার বৃষ্টির কাছে,
তুমি আমার কাধের কাছে,
তুমি আমার মনের কাছে,
তুমি আমার মেঘের কাছে,
তুমি আমার চোখের কাছে,
তুমি আমার কবিতার কাছে,
তুমি আমার স্বপ্নের কাছে,
তুমি আমার কলমদানির কাছে,
তবে কেন মনে হয়
আমার, তুমি যেতে চাইছো
রেখে আমায় কান্নার দেশে।
( এই কবিতায় , খুব সহজ ভাবে আমি একটা বিষয় তুলে ধরতে চেয়েছি, তা হলো আমাদের জীবনে এমন কিছু বস্তু আছে যা আমাদের খুব কাছে থাকে , এতটাই কাছে যে আমার তার উপস্থিতি তার চলে না যাওয়া পর্যন্ত বুঝতে পারি না। )
উৎসর্গঃ ৩৩
১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩১
কৃষ্ণ কমল দাস বলেছেন: Thanks
২| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৭
অতঃপর হৃদয় বলেছেন: অনুভব!!! ভালো হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৩
রিফাত হোসেন বলেছেন: আমি তোমাকে অনুভব করি