![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃষ্টি
...........................কৃষ্ণ
ঝরছে বারি শূন্যতায় একা
ভিজছে বারিতে আমার লেখা।
মরীচিকার বুক শান্ত বারিতে
ইন্দ্র ব্যস্ত বারি ছাড়িতে।
মরুভূমিতে জমেছে কান্নার জল
সূর্য কোথায় লুকায়াছে বল।
জলে ডুবেছে ফনিমনসা,
বাঁচার নেই যে আশা।
মরুভূমি পাবে জীবন নতুন ,
করে পুরাতন প্রান খুন।
©somewhere in net ltd.