![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই হাসি,
যা এখনো রংধনু ঘেরা
শেষ বিকালে তোমায় খুজেফেরা।
সেই হাসি,
যা এখনো বলে কথা
যার ভাষা বুঝে অবাক বৃক্ষলতা।
সেই হাসি,
যা এখনো স্বপ্নমাখা
আছে তা পাথরে আঁকা।
সেই হাসি,
যা এখনো রহস্য মোনালিসা
অর্থ বুঝার আকুল ইচ্ছা।
সেই হাসি,
যা এখনো আমার আঁখিতে
আমি জনম ধরে চাই দেখিতে।
সেই হাসি,
যা এখনো ফুটন্ত ফুল
অবাক চোখে দেখি হাসির টোল।
সেই হাসি,
যা এখনো আমার আছে
বোকা মন শুধু তোমায় ভালোবাসে।
( একটু বেশি রোমান্টিক কল্পনা, কেউ বিরক্ত হলে আমি আন্তরিক ভাবে দুঃখিত)
২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫১
কৃষ্ণ কমল দাস বলেছেন: ভালোবাসা সহজ কিন্তু তা শেয়ার করা কঠিন। ধন্যবাদ
২| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫
রাতুল_শাহ বলেছেন: ধূর মিয়া!!!
কি ভালবাসলেন তাহলে?
এক পার্শ্বীয় প্রেমিক হয়ে লাভ নেই। গিয়ে চোখে চোখ রেখে বলেন- আই লাভ ইউ, তুমি আমার, আমি তোমার।
২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০০
কৃষ্ণ কমল দাস বলেছেন: হাহাহা......ভাই কি খুব বাংলা মুভি দেখেন?
৩| ২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪
খাঁজা বাবা বলেছেন: ভাল লাগল
২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১২
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ
৪| ২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১১
রাতুল_শাহ বলেছেন: আই লাভ ইউ এর সাথে বাংলা মুভির সম্পর্কটা বুঝলাম না।
হ্যা আমি প্রচুর মুভি দেখি, শুধু বাংলা নয়, সব ভাষার মুভি। নতুন পুরাতন সব।
হরর মুভি বাদে সকল প্রকার মুভি দেখি।
সব ভাষাতেই I love you কমন।
২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫
কৃষ্ণ কমল দাস বলেছেন: অনেক সময় এই ছোট লাইন টাই বলা যায় না.........আর রাতুল ভাই ...........এখন ও বলার মত কাউকে পাই নাই । পেলে কথা দিলাম সোজা বলে দিবো......
৫| ২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২২
এফ.কে আশিক বলেছেন: ভালো লিখেছেন... কবি।
২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৬
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ ............
৬| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯
জাহিদ অনিক বলেছেন:
না, বিরক্ত হইনি।
আপনি এত হাসি ভালবাসেন, সেই হাসিতে বিরক্ত হলে চলে?
অনুরক্ত হলাম।
২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৮
কৃষ্ণ কমল দাস বলেছেন: ভালো লাগলো.......বিরক্ত হয় নি শুনে......ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫
রাতুল_শাহ বলেছেন: আমরা বিরক্ত হয় নি, ভালোই লেগেছে। কাউকে ভালো লাগলে, তার সাথে শেয়ার করতে পারে ন।