![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলা হয় মানুষ তার জীবনের কোন একটা সময় খুব একা ফিল করে । সময় টা বেশীর ভাগ ক্ষেত্রে বৃদ্ধ বয়স বা চাকরী থেকে অবসর নিলে। এই সময় গুলোতে মানুষের একা অনুভূত হওয়ার যথেষ্ট কারন থাকে । কিন্তু আমার মনে বর্তমান সময়ে মানুষ সময়ের আগে একা হয়ে যায়। স্কুল পড়ুয়া হতে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটা কথাই ঘুরেফিরে শোনা যায় " ভালো লাগে না" । কেন ভালো লাগে না তার কারন কেউ বলতে পারে না । অনেক সময় এই ভালো না লাগা খুব ভালো সম্পর্ক গুলোর মৃত্যুর কারন হয় । এতে যার ভালো লাগে না সে তো কষ্ট পায়ই , সাথে কাছের সব মানুষ গুলোকে ভালো না লাগা রোগে ভুগতে বাধ্য করে ।
আমি নিজে কয়েক জন কাছের বন্ধুর ওপর গবেষনা করে এই্ ভালো না লাগা রোগের কিছু কারন খুজে বের করেছি । কারন গুলো হলো -
১. কোন কাজ না থাকা । কাজ না থাকলে মানুষের মন, সব নিজের জীবনের সব ব্যর্থতার হিসাব করতে থাকে , যা মনের অজান্তে মনের মধ্যে জগৎ সংসারে সব কিছু খারাপ লাগার কারন হয়ে যায়।
২. সকল বন্ধুর প্রেমিক / প্রেমিকা আছে কিন্তু নিজের নাই । যা ভালো না লাগার ভয়াবহ কারন। বিশেষ করে ৯ম থেকে অনার্স ৩য় বর্ষ পর্যন্ত ছেলে বা মেয়েদের ক্ষেত্রে এইটাই ভালো না লাগার জন্য ৯০% দায়ী।
৩.সামাজিক ভাবে নিচে আবস্থান ।
৪. অর্থ সংকট। এই কারন টা মূলত মধ্যবিত্ত ছেলে মেয়ে দের ক্ষেত্রে প্রযোজ্য ।
৫. অধিক অর্থ। যাদের প্রচুর টাকা থাকে তাদের ভালো লাগে না রোগ টা আশঙ্কাজনক ভাবে বেশি। কারন তারা সমাজের শ্রেনি বিভাগ করে ।মানে সবার সাথে মিশলে তো তাদের অভিজাত্য বলে যে একটা কথা আছে তা থাকবে না । তাই তারা বেশি ভাগ সময় একলা থাকে আর ভালো লাগে না রোগে ভোগে ।
৬. কাছের সব বন্ধুরা তাদের সঙ্গী নিয়ে ব্যস্ত থাকা। মানে হলো ছেলেরা তাদের প্রেমিকা নিয়ে ব্যস্ত আর মেয়েরা তাদের প্রেমিক নিয়ে ব্যস্ত , আর কাছের বন্ধুরা হয় উপেক্ষিত।
৭. একই কাজ করতে করতে এক সময় এই ভালো লাগে না রোগ টা চেপে বসে মনে ।
৮. কৌতুহল বসত প্রেম করতে গিয়ে , প্রেমিক বা প্রেমিকা গলার কাঁটা হওয়া। মানে আপনি না পারছেন ছারতে না পারছেন রাখতে।
৯. ব্রেক আপ। তবে সবার সাথে ব্রেক আপ হলে ভালো লাগে না রোগে পায় না । শুধু মাত্র মন থেকে কাউকে ভালোবাসলে তার সাথে ব্রেক আপ হলে , অন্য কারো সাথে সর্ম্পকে জড়ানোর পর সেই সর্ম্পক মন মত না হলে কঠিন ভাবে ভালো লাগে না রোগে পায়।
১০. কাউকে খুব মিস করা। আপনি যখন কাউকে খুব মিস করবেন কন্তিু তাকে ব্যাপার টা বলতে বা বোঝাতে পারবেন না তখন ভালো না লাগা মাথায চেপে বসে।
১১. এমন কোথাও যাওযা যেখানে আপনি ছাড়া বাকি সব প্রেমিক বা প্রেমিকা নিয়া ব্যস্ত। তখন ভালো না লাগা আপনার সঙ্গী হয়।
১২. জৈবিক চাহিদা। এই ব্যাপার বর্তমানে অনেক রোমিও /জুলিয়েটরে ভালো না লা্গার অন্যতম কারন ।
(ভালো না লাগলে নিজেকে প্রশ্ন করো তোমার কি চাই ? যদি উত্তর খুজে পাও তবে সেই টা পাওয়ার জন্য কঠিন পরিশ্রম শুরু করো দেখবে ভালো না লাগার সময় এ পাবে না। এই টাই হলো এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায়)
ধন্যবাদ
( আশা করি আপনারা মন্তব্য করে ভালো লাগে না রোগ থেকে পরিত্রানের উপায় বলবেন ।)
২| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৩
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যটির জন্য.....হরমোন এর ব্যাপার টা আমি জানতাম না।
৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৭
নূর-ই-হাফসা বলেছেন: সময় টা ভার্সিটির শেষ বর্ষ থেকে বেশি শুরু হয় । সবার মাঝে ই ক্যারিয়ার নিয়ে আতঙ্ক শুরু হয় ।
আজকাল সবাই অল্প তেই হতাশ হয় । জীবনের প্রত্যেক অবস্থাতে ভারসাম্য বজায় রাখা শিখতে পারলে হয়তো ভালো হত ।
০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭
কৃষ্ণ কমল দাস বলেছেন: Thanks
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি বিদেশে এত ভালো চাকুরি করার পরও আমার ভালো লাগে না...
০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯
কৃষ্ণ কমল দাস বলেছেন: বলেন কি.....ভাই
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:২৫
চানাচুর বলেছেন: "ভাল লাগে না" এটা বলা মনেহয় মানুষের মুদ্রাদোষ হয়ে দাঁড়িয়েছে। সুখী-অসুখী সবাই বলে "ভাল লাগে না"
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:২৯
চানাচুর বলেছেন: হতাশা থেকে "ভাল লাগে না" শুরু হলে পজেটিভ থিংকিং এর কোন ভাল বই ধৈর্য নিয়ে পড়লে মানসিক উদ্দীপনা জাগে।
০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯
কৃষ্ণ কমল দাস বলেছেন: ঠিক বলেছেন ।
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫
জাহিদ অনিক বলেছেন: আজ মন ভালো, আজ মন ভালো
০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮
কৃষ্ণ কমল দাস বলেছেন: great one .....hahahah
৮| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮
মনিরা সুলতানা বলেছেন: বেশ লিখেছেন .,
ভালো না লাগলে ভালো কিছু ভাবতে হয়
ভালো না লাগলে ভালো ই বাসতে হয় ।
০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫
কৃষ্ণ কমল দাস বলেছেন: ভালো লাগলো আপনার মন্তব্য.................ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো না লাগার পেছনে হরমোনের একটা প্রভাব আছে। এটা বিজ্ঞানভিত্তিক সত্য। আপনার উল্লেখিত কারণগুলিও প্রযোজ্য। এ থেকে উত্তরণের কোন পথ আছে বলে আমার জানা নেই। কারণ দূর করা গেলে উত্তরণ হতে পারে।