![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশির গুলো ফিরিয়ে নিয়েছে মুখে
ঘাসকে ভুলেছে আমার দুঃখে।
কাঠবাদাম গাছটি আজ পাতাশূন্য
সেও কি আমার দুঃখে পূর্ণ।
হলুদ ধান গাছের মৃত্যু যাত্রা
সেও কি বুঝেছে আমার দুঃখের মাত্রা।
বৃষ্টিও পড়ছে না অঝর
সেও আমার দুঃখে ধরনীকে করেছে পর।
খেজুর গাছ হয়েছে বন্ধ্যা রসে
সেও কি চায় আমার দুঃখ আসুক বশে।
গাছ দাড়িয়ে উলঙ্গ পায়
সেও কি আমার দুঃখ অবসান চায়।
শীত না আসলে আসবনো বসন্ত
তুমি এসে জীবন করো অনন্ত।
©somewhere in net ltd.