![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার শূন্যতা আজ তীব্র বর্ষায় ডুবে যাওয়া রাস্তার মত। রাস্তা যেমন জলে ডুবে দম বন্ধ হয়ে মারা যাবার উপক্রম হয়। তেমনি তোমার শূন্যতায় আমার হৃদয় দম বন্ধ হয়ে মরার উপক্রম হয়েছে । জানি তুমি খুব কাছেই আছো , তবু তোমাকে আমি দেখতে পাচ্ছি না । তোমাকে দেখার তৃষ্ণায় আমার চোখ ক্লান্ত হয়ে আছে । সেই ক্লান্তি কান্নায়ন অবসান হউক তা আমার হৃদয় চায় না , তাই এখন কাঁদতেও পারছি না ।
আমি জানি তুমিও উন্মুখ হয়ে আছো আমার রাস্তা দেখে । কিন্তু অভিমান গুলো শ্রত্রু সৈন্যর মত রাস্তায় পাহারা দিচ্ছে ।চলো দুজন মিলে অভিমানের সাথে যুদ্ধ করি ।
জানি ,
তুমি ধরে রাখলে হাত
অভিমান হবে বরবাদ।
উৎসর্গঃ তোমাকে
০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪
কৃষ্ণ কমল দাস বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৫
কামরুননাহার কলি বলেছেন: এতো শুন্যতা কেনো ফিল করেন।
এটা করা ভালো না। নিজেকে শক্ত করুন। ভবিষ্যতের চিন্তু করুন। দেখবেন মন ভালো হয়ে যাবে।
০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৯
কৃষ্ণ কমল দাস বলেছেন: ভবিৎষত তো সৃষ্টিকর্তার হাতে.....ওটা নিয়ে চিন্তা না করে বর্তমান নিয়ে চিন্তা করা ভালো। কারন আপনার করা আজকের কাজই আপনার আগামী সুন্দর করবে । ধন্যবাদ
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৬
কামরুননাহার কলি বলেছেন: হাহাহা ভাইয়া চিন্তু তো করতে হয় ভবিৎষত বর্তমান সবগুলোকে নিয়েই চিন্তু করতে হয়। তা না হলে তো শুণ্যতা নিয়ে বেচে থাকতে হবে।
০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪০
কৃষ্ণ কমল দাস বলেছেন: পূর্নতা বলতে কিছু আছে কি?
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪১
জুনায়েদ বি রাহমান বলেছেন: অভিমানের দেয়াল ভেঙ্গেচুরে চুরমার হয়ে যাক- শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হুম, সব অভিমান ভুলে যেতেই হয়!!
ভালো লাগলো পড়ে