![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুরছে মটর ডাকছে কাক
শহর আজ হয়ে গেছে নির্বাক।
কাঁঠাল গাছে কাকের বাসা
নেই সেখানে ভালোবাসা।
কাঁঠাল পাতায় জমেছে মেঘ
বৃষ্টি হতে তা পাচ্ছে বেগ।
কাঁঠাল গাছে ক্লান্ত পাতা
মেলে আছে ভালোবাসার ছাতা।
কাঁঠাল খোলা রাখে গৃহ
সকলেই তার হয়ত প্রিয়।
একলা বাসায় ডাকছে কাক
তার ভালোবাসা খুজে পাক।
আজ কাঁঠালের কাটছে হাত পা
যে ছিলো অনেকের মা।
( আজ চোখের সামনে দেখলাম সেই কাঁঠাল গাছের মৃত্যু)
২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩
কৃষ্ণ কমল দাস বলেছেন: না দাদা..............ভালো ফ্লাট..........বানানো হবে
২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৯
রাজীব নুর বলেছেন: স্বচ্ছ অনুভূতি থেকে লেখা বলেই, ভালো হয়েছে।
২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩০
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৯
দীপঙ্কর বেরা বলেছেন: বাহ
ভালো লাগলো
২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩১
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ দাদা
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আহারে কাঁঠালগাছ প্রেমী হৃদয়!!
ভালো লিখেছেন ভাই, ভালো লাগলো।
২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ ভাই
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫১
শাহিন বিন রফিক বলেছেন: কবিতার মাধ্যমে আমাদের সামাজিক একটা বিষয় আপনি তুলে ধরেছেন, আমরা গাছ না লাগিয়ে বরং গাছ কেটে প্রকৃতিকে নষ্ট করছি, গাছ প্রয়োজনে কাটতে হবে, কিন্তু একটির বদলে দুইটি রোপনের মানসিকতা গড়ে তুলতে হবে।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬
বিজন রয় বলেছেন: কাঁঠাল কাঠ ভাল আসবাব।