![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আজ শশ্মানে প্রিয় মানুষের জ্বলন্ত শেষ যাত্রার পর যে নীরবতা তা অনুভব করতেছি। মনে হচ্ছে সকল আগুন হঠাৎ করে নিভে গিয়ে বুকের জ্বালা আরও বেড়ে গেলো। কারন দহনের পর ঘা সহজে শুকায় না। তিল তিল করে কষ্ট দেয় । যা অসহ্য। চিতার আগুন নিভে যাবে কিন্তু দহনের ঘা রয়ে যাবে । হয়ত তা সারা জীবন বয়ে বেড়াতে হবে।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: বেশি পড়ুন, বেশি লিখুন।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২
রিএ্যাক্ট বিডি বলেছেন: JouTuk (যৌতুক নিমুই) | New Bangla Social Awareness Video 2018 | Team Rohitpur